আমাদের কথা খুঁজে নিন

   

এ রকম মৃত্যু যেনো না হয়

অনেক কিছুই বলতে ইচছা করে........... পারিনা......... বোবাকান্না রূদ্ধ করে দেয় বাকশক্তিকে.........।

কী বোর্ডে হাত আটকে যাচ্ছে......... লিখতে কষ্ট হচ্ছে তবুও লিখছি...... কত সহজেই মানুষ দায়মুক্ত হতে পারে, কত সহজেই মানুষ তার চেনা মুখ অচেনা করে ফেলে............ কাল যে ছিল প্রানবন্ত মানুষ , আজ একটু আগে সে স্মৃতি হয়ে গেল...... ৪ বছর যে ছিল খুবই সাধারন একজন মানুষ, কিন্তু যাবার সময় সবার মনে দাগ কেটে দিয়ে গেল... কেনো এরকম হল সেটা বড় কথা না, সে ছিলো এখন নেই এটাই বড় কথা... আবার ঝরে গেল মেধাবী একটি মুখ। আমাদের ইউনিভার্সিটির ৫ম ব্যাচের একজন মেধাবী ছাত্রী কাউকে কিছু না বলে চলে গেলেন সব জিজ্ঞাসার ওপারে...... কি ছিলো তার জিজ্ঞাসা, কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই নীরবে চলে গেলেন..... শিক্ষাজীবন শেষ হয়ে যাচ্ছিল, আর এক সেমিস্টার পর ই মাষ্টার্সের গ্রাজুয়েট হতেন... কিন্তু পারলেননা...... সকল বাস্তবতাকে তুচ্ছ করে চলে গেলেন অনেক দূরে...... একটু আগে তার ডেডবডি নিয়ে গেল পুলিশ... যাওয়ার আগে ছোট্ট একটি প্রশ্ন রেখে গেলেন......... যে অপমান এর পাত্র তিনি নন, কেন তিনি সে অপরাধ সইবেন?????? ??????? ?? ? এ প্রশ্নের উত্তর আমার জানা নেই............ আপনাদের কারো কি আছে? আর কত অপমৃত্যু দেখতে হবে এরকম? আগামীকাল সকালেই হয়তো পত্রিকায় আসবে... ...... কিন্তু এ ধারা তো বন্ধ হবেনা... মেধাবী মুখ ঝরতে থাকবেই.. কাল দুপুরে যে মানুষকে দেখলাম, আজ দুপুরে সে নিথর হয়ে বাড়ী ফিরছে... তার পরাজয় আমদের ও পরাজিত করে ফেলল... তার আত্না শান্তি পাক.. দৈনিক কালের কন্ঠ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।