আমাদের কথা খুঁজে নিন

   

কতো রবীন্দ্র সংগীত লিখলাম আর তুমি বলো কি জানি!?



> তার চোখ দুটো ছিল বেতফলের মতো সজল, গাল দুটো ছিল পাকা টমেটোর মতো, ঠোঁট দুটো যেন দু’ভাগ করা গাজর। সেই ছিল আমার প্রিয়া। > প্রিয়া বলছিস কেন? বল সেই ছিল তোর সালাদ। -------------------------------------------- এক ছাত্রের রিপোর্টে শিক্ষক লিখরেন-ছেলেটি পড়ায় ভালো, খেলাতেও। একমাত্র দোষ বড্ড মেয়ে-ঘেঁষা।

আমি সংশোধনের চেষ্টা করছি। ছেলেটির বাবা বাড়িতে ছিলনা। মা রিপোর্টোর নিচে লিখলেন- আপনাকে ধন্যবাদ। সংশোধনের উপায় বের করতে পারলে আমাকে জানাবেন । পদ্ধতিটি ছেলের বাবার ওপরেও প্রয়োগ করতে হবে ।

-------------------------------------------- >এক লোক অনেক চাপাবাজি করে। তো সে সঙ্গীত নিয়েও চাপাবাজি করছে। সে এই সঙ্গীত লিখেছে সেই সঙ্গীতের সুর দিয়েছে ইত্যাদি ইত্যাদি। >তো তার বন্ধু তাকে জিজ্ঞেস করলো, তুমি রবীন্দ্রসঙ্গীতের বিষয়ে কি জানো? >জবাবে সে বললো, কতো রবীন্দ্র সংগীত লিখলাম আর তুমি বলো কি জানি!? --------------------------------------------সংগৃহীত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।