আমাদের কথা খুঁজে নিন

   

"চলে যাও চিরতরে"

দিগন্তের উপর মাথা তুলে দাড়াতে চাই

তামাকের আগুনে পোড়া ওই ঠোটে, কি-ই-বা আছে? না’ই-বা ছোঁয়ালে তা প্রজাপতির ঠোটে। না’ই বা জ্বালালে জোনাকি- স্বপ্ন চালার ফাঁকে; না দিলে ধরা রেশমী বুকে, হরিনী সুখের বাঁকে। কী বা আছে তোমার, পাথুরে পাষাণ বুকে? যাও, বরং চলে যাও চিরতরে, পোড়া শরীরের তরে যেন- মন পুড়ে না মরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।