আমাদের কথা খুঁজে নিন

   

এক লাইনের কবিতা



(কবি বন্ধু তপন বাগচী সমীমে) ১. বারুদ আমি পুরোটাই দিয়েশালাই.....নিজে পুড়ি অন্যরে জ্বালাই। ২. অস্পর্ষ ওখানেই দাড়াও...যতই করো পাক-পাক তুমি রাজাকার তোমার পুরোটাই নাপাক। ৩. দেশদ্রোহী তোমার মুখ দেখাও পাপ...তুমি দেশদ্রোহী...শকুন...কেউটা সাপ। ৪. দোসর কেবল যারা মুখেই বলে যুদ্ধাপরাধীর বিচার চাই....রাজাকার আর তার কোন তফাত নাই। ৫. নস্টালজিয়া হারিয়ে যাওয়া মানেই মিলিয়ে যাওয়া নয়...যে হারাতে শেখেনি অতীতে সে চিরঅন্ধ রয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।