আমাদের কথা খুঁজে নিন

   

সারপ্রাইজ-২

!!!

"সারপ্রাইজ"- শব্দটিতেই অনেক ভালবাসা। ভালবাসি মানুষকে সারপ্রাইজড্ করতে। আর তা যদি হয় প্রিয় মানুষ তো কথাই নেই। নিজে কি সারপ্রাইজড্ হতে ভালবাসি না? বাসি তো। জীবনের অনেকটা পথই তো পাড়ি দেয়া হল।

বাকিও তো কম নেই। পিছনের পথে সারপ্রাইজ কমই আছে আমার প্রাপ্তির খাতায়। মা-বাবা, আপুর জন্য ঈদ, জন্মদিন আর পহেলা বৈশাখে কিছু না কিছু সারপ্রাইজ থাকেই। এদেরও জানা কিছু একটা থাকবে। তারপরও সারপ্রাইজড করে দেয়া।

আমি সবসময় অপেক্ষা করেছি ছোট ছোট সারপ্রাইজের জন্য। আল্লাহ অনেকবার করে দিয়েছেন। কিন্তু প্রিয় মানুষগুলোর কাছ থেকে খুব কমই পেয়েছি এই ভাল লাগাটা। ভালবাসা'র বিয়ে নিয়ে অনেকেরই অভিযোগ- ভালবাসা'র বিয়ে সুখের হয় না। বিয়ের পর ভালবাসা মরে যায়।

ঠিকই তো টিকবে কি করে? প্রেম করার সময় সুটেট-বুটেড মানুষটা সংসার জীবনে যখন লুঙ্গি আর টি-শার্ট পরে সামনে ঘুরে বেরায় তখন কার তা ভাল লাগে। আমি জানি যুক্তিটি খোঁড়া। তবুও মজা করে বলা আর কি। ফেইসবুকে কারো ট্রাউসার আর টি-শার্ট পরা ছবিটি দেখে আমার মন্তব্য এতটুকুই ছিল যে কাউকে ঘরের পোষাকে প্রথম দেখা। ছেড়ে দেবার পাত্র তো আর নয়!! পাল্টা প্রশ্ন- এভাবে দেখতে চাই কিনা!! এভাবেই কথার পিঠে কথা সাজিয়ে যাচ্ছি।

ভাবিনি এটাও হতে পারে। হঠাৎ বিকেলে মুঠোফোনে খুদেবার্তা- কতদিন এমনি করে হয়নি দেখা। কেউ সবসময়ই সময়ের আগে পৌঁছে লুকিয়ে থাকে আর লুকিয়ে দেখে। আগে এমন হলে খুব খারাপ লাগত। কেন সামনে এসে দেখলে কি হয়? অথবা নিজে লুকিয়ে থেকে কাউকে দেখার চেষ্টা করা- কিন্তু এখন কোনটাই ইচ্ছে করে না।

তার এই দেখাটাই ভাল লাগে। ব্যতিক্রম হলনা আজও তার। ফোনে কথা চলছে....সামনে দাঁড়িয়ে সে...আবারও আমি হতবাক। একেবারেই ক্যাজুয়াল পোষাকে- ট্রাউজার আর টি-শার্ট। বন্ধুদের সময় দেখেছি ভালবাসার মানুষটিকে মুগ্ধ করার জন্য কত সাজ পোষাক।

ভাল লাগত না। বলতাম এই দেখানোপনা কি আর বিয়ের পর চলে? তাহলে এখন কেন? কারো এই ছোট চাওয়াটুকু কেউ এভাবে দেখেছে ভাবিনি। আজ সন্ধ্যাটা অন্যরকম ছিল। জীবনের প্রতিটি সন্ধ্যা এমন হবে না। হলে ভালও মনে হয় লাগবে না।

তবে মাঝে মাঝে এমন হলে কেমন হত? জীবনের চাওয়া কতটুকু? ছোট এ জীবনে কত কিছু আমরা চাই! টাকা পয়সা ধন দৌলত!!! কি হয় এগুলো দিয়ে। এই ছোট জীবনে চাই কেউ ভালবাসুক- সত্যিকারে। সবটুকু। কেউ আমার ছোট চাওয়াগুলোর মূল্য দিক। তার চাওয়াগুলো আমার কাছে অমূল্য হোক।

আর সেটা কারো ভাল লাগুক। নীড় ছোট হোক ক্ষতি নেই আমাদের আকাশটা যেন অনেক বড় হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।