তোমার শরীরের দিকে চাও, মগ্ন হও একবার তোমার শরীরের পানে, কবিতারা ওখানে বসবাস করে অহোনিশি
নুন আনতে পান্তা ফুরোনোর দিন গত হয়ে গেছে।
ক্লান্তিতে শুয়ে থাকা রিক্সা চালক হাশেম আলীরা ও আজকাল
দুপুরের লাঞে ওমলেট আর বীফ কারি সাবার করে।
রাস্তার নেড়ি কুকুরটা শুটকী ভর্তা খায়না বলেই
চায়নীজ রেস্তোরার সামনে ঘুরাঘুরি করে।
পাশের বাসার মলি বুয়া তার ছেলেকে
পুরো এক প্যাক স্যান্ডউইচ বানিয়ে দেয় টিফিনে।
আমরা কি গত হচ্ছি ক্রমে......
নাকি প্রগতির প্রগাঢ় দরোজা খুলে যাচ্ছে....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।