আমাদের কথা খুঁজে নিন

   

কম দারিদ্র্য = মর্যাদা

বাংলায় মানবাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে বাংলা ব্লগারদের সাথে মত বিনিয়ের উদ্দেশ্যে এই প্রোফাইলটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্যোগে তৈরি করা হয়েছে। আপনার ভালো লাগা, খারাপ লাগা জানিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্যোগে সামিল হোন।

দারিদ্র্য থেকে মুক্ত হওয়ার জন্য, মানবাধিকারের পথটি বেছে নিন সারাবিশ্বজুড়ে, দারিদ্র্যে নিপতিত মানুষেরা মর্যাদার দাবি জানাচ্ছেন৷ তারা অবিচার ও বিচ্ছিন্নতার অবসান চান যা তাদেরকে বঞ্চনার ফাঁদে আটকে রাখে৷ তারা সেই সব সিদ্ধান্তের ওপর নিয়ন্ত্রণ পেতে চান যেগুলো তাদের জীবনকে প্রভাবিত করে৷ তারা চান তাদের অধিকারকে সম্মান করা হোক এবং তাদের মতামতকে মূল্যায়ন করা হোক৷ এখনই তাদের সাথে যোগ দিন৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন প্রচারাভিযানে আপনার কন্ঠ মেলান৷ যখন দারিদ্র্যে নিপতিত মানুষেরা তাদের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন, তারা শুধু বঞ্চনা নিয়েই কথা বলেন না - যদিও আসলে এটাই মূল বিষয়৷ তাদের ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠাতে পারেন কিনা, এবং সেই স্কুলটি, তাদের বাড়ি-ঘরের সাথে সাথে, পরদিন সকালে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়া হবে কিনা সেই সম্পর্কেও তারা কথা বলেন৷ তারা কথা বলেন সহিংসতার ভয়ের মধ্যে বাস করা সম্পর্কে, তাদের প্রতি অপরাধীদের মত আচরণ করা সম্পর্কে, ‘মূলধারার’ সমাজ হিসেবে যাকে বিবেচনা করা হয় শুধু তা থেকেই বাইরে রাখা নয় বরং সেইসাথে তাদের পক্ষে যে সব সিদ্ধান্ত নেয়া হয় সেগুলো নিয়ে তাদের কথা না শোনা সম্পর্কে৷ তারা কথা বলেন বিধিবহির্ভূতভাবে আটক হওয়া সম্পর্কে, তাদের পায়ের নিচ থেকে সম্পদ আহরনের জন্য কোনো বহুজাতিক কর্পোরেশনের খেয়ালি সিদ্ধান্তে তাদের অপ্রতুল জীবিকা হারানো সম্পর্কে, প্রান্তিক হয়ে যাওয়া সম্পর্কে, ন্যায়বিচারের কোনো সুযোগ না পাওয়া সম্পর্কে৷ তারা সেই সব অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেন যেগুলো তাদের জীবনকে দেয় বঞ্চনা, নিরাপত্তাহীনতা, বিচ্ছিন্নতা, এবং মতামত প্রকাশের ক্ষমতা না থাকার অভিজ্ঞতা৷ আগামী কয়েক বছর, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দারিদ্র্যের মধ্যে বসবাসকারী ব্যক্তি ও সমাজের সাথে কাজ করবে এটা নিশ্চিত করার জন্য যে, যখন তারা তাদের অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন, সরকার শুনবে৷ কিন্তু এটা করার জন্য, আমাদের প্রয়োজন হবে আপনাদের সমর্থন, আপনাদের মতামত এবং আপনাদের কন্ঠ৷ বিস্তারিত পড়ুনঃ https://bangla.amnesty.org/bn/demand-dignity

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।