সান্ধ্যকালীন কোর্স বাতিল মানে কারো শিক্ষার সুযোগ কেড়ে নেয়া
দোয়েল, আমার ম্যাগপাই, তোমার বিষন্নতা ছোট্ট পৃথিবীকে করে তোলে গ্যাস চেম্বার। আমাকে হাঁপানি ক্লিষ্ঠ। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস নিকষিত সিসা বিষাক্ত করে তোলে নগরীর বাতাস। তোমার প্রতিদিন নিস্প্রভ দৃষ্টির সাথে সাথে সজিবতা হারায় সবুজ পৃথিবী আমার। আকাশ নীল থেকে কালো।
হায়------। রাস্তায় কোটি, অক্ষম জনতার আমিও একজন।
(০২)
উপরে অসীম আকাশ। প্রিয় নিরঞ্জন আমার। তার মমতা আরও অসীম।
দয়া তার মমতাময় মায়ের অধিক। তবু-
রাস্তায় নিরন্ন মানুষের মিছিল প্রতিদিন দীর্ঘতর হয়। নিস্পাপ, নিরীহ প্রাণীসমূহ বিপন্নের তালিকাকে দীর্ঘ করে আরও। হাহাকারে ভরে যায় মহাশুন্য। পাথরের জিকির তায় শোনা দায়।
আমি তার বেশুমার সৃষ্টির এক বিন্দু মাত্র।
বৃক্ষকে কাঁদতে দেখেছ তুমি ?
জানো কি প্রস্বেদন কাকে বলে ?
অন্তরে উদ্বাহু নাচে ভৈরব-হাহাকারে দীর্ণ হৃদয়, শব্দের ক্ষমতা নেই তাকে মূর্ত করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।