তুমি চলে গেলে...........
( একজন প্রিয় মানুষ গত ১৭ মার্চ চির-বিদায় নিলো।)
তুমি চলে গেলে............
বুকের ভেতর আছড়ে পড়ে বজ্র
শংকা হয় ডংকা বাজে
মৃত্যু সংগীতের আসরে মৃত্যুদুত
আমার উদ্দেশ্যে নৃত্য করে
জারি হয় সমন ওপারের।
এভাবে তোমার প্রস্থান
পয়তাল্লিশ বসন্তে সাঙ্গ
তোমর নাট্য মঞ্চে যবনিকা
নাটক কী অসমাপ্ত রলো...??
নাকি মাঝখানে লোডশেডিং?
নাকি তুমি গেলে অবসরে?
তুমি চলে গলে দুরে.........
পাতালপুরীতে সজ্জিত মঞ্চে
পদার্পন ঘটলো অনির্দিষ্ট কালের
সহ অভিনেতার পাটে
সঙ্গত হবার সুযোগ হলো না..
নির্দেশকের স্বৈরাচারী সিদ্ধান্তে।
বন্ধু..সহ অভিনেতা আমার....
জানি আমারও হবে প্রস্থান
নিষ্ঠুর নিয়ম অথবা নিয়মহীন,
পান্ডলিপির রচিয়তার ইচ্ছা
আর অদৃশ্য নির্দেশকের
হাতের পুতুল ;যতই করি রঙ্গ
রঙ্গমঞ্চ পড়ে রবে, তবে
অশান্ত হৃদয় মানতে চায়না
বসন্তের পর বসন্তের সহ মিলনের পর
বিচ্ছিন্ন এই প্রস্থান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।