মনে করো তুমি আমি চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে ভালোবাসা স্বপ্নকে সাথি করে গাঙচিল উড়ে যাওয়া ধূ ধূ বালুচর ঘাসফুল ঝাউবন সবই সুন্দর নাম না জানা ঐ পাখিসব গানে গানে করে কলোরব চলো সেথা চলে যাই মেঠো পথ ধরে সন্ধ্যায় ঝিঁ ঝিঁ ডাক চাঁদের আলো এ সময় তুমি ছাড়া লাগে না ভালো আকাশের নীল বুকে হাজার তারা করেছে আমায় দিশেহারা তোমাকে সাথি করে দেখবো সারা রাত ধরে মনে করো তুমি আমি চলে গেছি সবুজ ছোট সেই গ্রামে ভালোবাসা স্বপ্নকে সাথি করে তপন চৌধুরীর এই গানটি আজ থেকে ২৮ বছর আগের খুব খুব প্রিয় একটি গান, যা অনেকের মন ছুঁয়ে যাবে। গানটি শুনুন এখানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।