আমাদের কথা খুঁজে নিন

   

۩۞۩ আমার কলিজার টুকরা জারিফার সাথে ৭০ দিন ۩۞۩

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই। ۩۞۩ আমার কলিজার টুকরা জারিফার সাথে ৭০ দিন ۩۞۩ ২৫.২.২০১৩ ইং আমাকে নিয়ে যাবার জন্য জারিফা তার দাদার সাথে এয়ারপোটে এসেছে। আমিও ফ্লাইটে বসে কন্যাকে দেখার জন্য ছটফট করছি। সকাল দশটায় চট্টগ্রাম এয়ারপোটে এসেই তাড়াতাড়ি লাগেজ নিয়ে বের হয়ে বাবা ও মেয়েকে খুজতে থাকি। বাবা তার নাতনীকে কোলে নিয়ে ছেলের অপেক্ষায় দাড়িয়ে আছে।

বাবার কাছে গিয়ে সালাম করে কন্যাকে কোলে নিতে চাইলে কান্না শুরু করে। অতিরিক্ত গরমের কারনে কন্যাকে ক্লান্ত দেখাচ্ছে। তাই গাড়ীতে উঠামাত্র ঘুমিয়ে পড়ে। ২৬.২.২০১৩ ইং জারিফার সাফ কথা ‍"এটা আমার দাদুর বাসা। তুমি দুবাইতে চলে যাও।

" তার এই কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। যার জন্য এতদুর থেকে ছুটে এসেছি সে বলে কিনা চলে যাও? আমাদের ছোট বোন ব্লগার সুমাইয়া বরকতুল্লাহ জারিফা নিয়ে একটি সুন্দর কবিতা লিখেছিল--তার কয়েকটি লাইন---- তুমি আমাল বাবা তোমাল জন্য লানছি পোলাও তুমি এসে খাবা সবাল বাবা ঘলে ফিলে তুমি কেন আস না তুমি আসলে ঘলে তোমার কাছে (সাথে) কথা বলব না- জারিফাকে এই কবিতাটি শিখিয়েছি। এখন সে কিছুক্ষন পর পর এই কবিতাটি পাঠ করা শুরু করে দিয়েছে। সবাইকে এই কবিতা শুনাচ্ছে--------------------- ছুটির দিনগুলো দ্রুত ফুরিয়ে আসছে। কন্যা কিছুতেই আমাকে আপন করে নিচ্ছেনা।

কাছে ডাকলেই দুরে সরে যায়। চিন্তায় আছি। কি যে করি। আমার বড় ভাইয়ের আদর পেয়ে সে আমাকে পাত্তায় দেয় না। প্রায় ১ মাস পর হঠাৎ একদিন আমাকে গলায় জড়িয়ে ধরে বলে, "বাবা, আমি দাদুর সাথে তোমাকে আনতে এয়ারপোটে গিয়েছিলাম।

আমি তোমাকে চিনতে পারিনি তাই কান্না করেছিলাম। " তার মুখ থেকে এই কথা শুনে হাসতে থাকি। এখন বাপ-বেটির ভাব জমতে শুরু হয়েছে। ল্যাপটপে কাজ করার সময় কি-বোর্ডে হাত দিয়ে দুষ্টামী করে। আমার মোবাইল-ক্যামেরা নিয়ে একের পর এক ছবি তুলতে থাকে।

নিষেধ করলে শুরু করে কান্না---------------বাসা থেকে বাইরে গেলেই অর্ডার আর অর্ডার'। এটা আনবে ওটা আনবে---- ৩.৫.২০১৩ ইং জারিফা বলে, " আম্মু, বাবা কালকে দুবাই চলে যাবে। বাবা আমার জন্য কান্না করবে। ৪.৫.২০১৩ ইং সকালে ঘুম থেকে উঠে ফজরের নামায পড়ে মহান আল্লাহ তায়ালার কাছে পরিবারের সবার জন্য দোয়া করি। বিশেষ করে অসুস্থ মায়ের জন্য।

আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। জারিফা তার বড় আব্বুর গলা জড়িয়ে দাড়িয়ে আছে। বিদায় মুহত্বে একটু আদর চাইলেই কান্না শুরু করে। ১১ টায় ফ্লাইট। তাই সকাল ৮ টায় বাসা থেকে সবার কাছে বিদায় নিয়ে এয়ারপোটের দিকে ছুটতে থাকি------------------------------ ৫.৫.২০১৩ ইং প্রবাস থেকে ফোন করলে জারিফা বলে, বাবা তুমি কোথায়? জারিফার সাথে প্রতিদিন ফোনে কথা বলার চেষ্টা করি।

বয়স এখনো কম বলে আমার সাথে বেশীক্ষণ কথা বলে না। তাই কর্মের ফাঁকে ফাঁকে মোবাইলে জারিফার কথা শোনার জন্য ভিডিও ক্লিপগুলো দেখতে থাকি------------------------ লক্ষ লক্ষ প্রবাসী ভাইয়েরা তাদের আদরের সন্তানদের কাছ থেকে দুরে থেকে দুর-প্রবাসে কাজ করে যাচ্ছে। প্রতি বছর বা দুই/তিন বছর পর কিছু দিনের জন্য সন্তানকে আদর করার সুযোগ পায়। প্রবাসে অবৈধ বসবাসকারী সেই সুযোগ থেকেও বঞ্চিত। হায়রে প্রবাস জীবন।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।