আমাদের কথা খুঁজে নিন

   

জয়-পরাজয়ের খেলা



আমার এ জীবমন্দির বিমূর্ত বাতাসে সেকেণ্ড-দোলকের মতো দোদুল্যমান আমার জন্ম প্রহরে যে শঙ্খ উচ্চস্বরে গান গেয়েছিলো সেই শঙ্খের শাণিত ধ্বণি আজও আমার হৃদয়ে ধ্বণিত হয় আমি যেন বারবার জন্মনেই মহিয়সী বঙ্গের বুকে অনাবিল হিরন্ময়ী সুখে। ফিরতে পারিনা সেই পুরাতন নীড়ে নড়ুন নীড় রচনা করি নতুন চেতনার দাস হয়ে যায়। অসীম আশাগুলো সসীম অঙ্গনে পালে পালে আসে অতৃপ্তের বেদনায় কুয়াশাছন্ন হৃদয়ে নিষ্প্রভ হয়ে ফিরেযায় আবার আসে নতুন আশার হেমাঙ্গী কল্লোল আবার নতুন করে জন্ম হয় আমার আমি চেয়ে দেখি সেই- আশা-নিরাশার উন্মত্ত জয়-পরাজয়ের খেলা আমি যেন ফুটবল, ওরা খেলোয়াড় আমায় নিয়ে খেলছেতো খেলছেই সেই জন্ম থেকে জয়-পরাজয়ের খেলা মৃত্যু পর্যন্ত এ খেলা চলবেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।