নামে আছি কামে নাই। ছাত্র হইয়া আছি পড়ায় নাই।
আজ প্রথম আলো পত্রিকার শেষের পাতাতে পড়লাম যে সুনামগঞ্জ এর একটি গ্রামে একজন নেতার গরু ভেরার খামারে আগুন লাগিয়ে কে বা কারা প্রায় ১২টী গরু এবং ভেরা মেরে ফেলেছে।
খুবই দুঃখ পেলাম এই খবর টি পড়ে কারন মানুস যে কত টুকূ অমানবিক হতে পারে তা ছবিটী না দেখে বুযা যাবে না। এই যে কে বা কারা এই অবুজ প্রানীদের কে আগুন দিয়ে মেরে ফেল্লল তাতে তারা কতটুকু যে সুখ পেল তা শুধু তারাই জানে।যারাই এ কাজ করেছে অবশ্য ই ওই নেতা কেটাগরির ব্যাক্তির সাথে তাদের শত্রুতা আছে, তাই বলে কি এই অবুজ পশুরা এই পাপ ভুগ করবে?
আমার যদি ক্ষমতা থাকে তবে আমি সরাসরি যুদ্ধ করব বা তাকে অবহেলা করব।তাই বলে কি তার প্রতি সুধ নিতে গিয়ে অবুয পশুদের সাথে এমন করব?এ কোন আচরন হতে পারে আমার মত মানুষের? যে বা যারা এই কাজ টি করেছে তারাও তো গরু বা ভেরার দুধ,মাংস খেতে ভালবাসে, তাদের ও তো ঘরে গরু থাকতে পারে, তাদের ঘরের এই সকল গরুর প্রতি কি তাদের কুনো মায়া দয়া নেই?অবশ্যি আছে কারন এই অবলা প্রানীদেরকে আদর করলে তারা সুখ লাভ করে, অবলা প্রানীরা ও ভালবাসা বুযে। আর এই সকল ব্যক্তিরাই এমন জগন্য কাজ করে বসলো।তাদের বিবেক বোধ কোথায় গেলো এই চিন্তাই হচ্ছে।তারা কি আজ পত্রিকাতে বা সরাসরি এই দৃশ্য দেখবে না?যদি দেখে থাকে তখন নিজেদেরকে মানুষ বলবে নাকি নিজেকে জন্তর জন্তু বলবে???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।