সরকার বলে বিরোধী দল দায়ী, বিরোধী দল বলে সরকার দায়ী, জামাত বলে ভারত দায়ী, ভারত বলে পাকিস্তান দায়ী, রাজাকার বলে ভাদাকার দায়ী, ভাদাকার বলে রাজাকার দায়ী। আমি বলি আপনারা দায়ী আপনারা বলবেন আমি দায়ী। তাই আমার উপর জানজট, লোডশেডিং জারী
চুনারুঘাটে মরা গরু জবাই করার সময় পুলিশ হাতেনাতে দুই কসাইকে আটক করেছে। গতকালই তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে শহরে টহল দেয়ার সময় চুনারুঘাট থানার কনস্টেবল শাহজাহান, ইউনুছ মিয়া ও মহরম আলী গোপন সংবাদে জানতে পারেন সকালে পৌর কসাইখানায় মরা গরু জবাই হবে। এ খবর তারা থানায় জানালে ভোরে এএসআই হরিদাসের নেতৃত্বে একদল পুলিশ সাদা পোশাকে কসাইখানায় ওৎ পেতে থাকে। ভোর সাড়ে ৫টার দিকে কসাই মেহেরুন আলী মেরুয়া ও আলী হোসেন একটি ভ্যানে করে মরা গরু এনে জবাই করতে গেলে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা মরা গরু এনে জবাই করে মাংস বিক্রি করতে চেয়েছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
মেহেরুন আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মরা গরু এনে রাতের আঁধারে জবাই করে মাংস বিক্রি করছিল। এছাড়া এ কসাইখানায় দীর্ঘদিন ধরে চোরাই গরু জবাই করে বিক্রিরও অভিযোগ রয়েছে। এদিকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে শতাধিক মুসল্লী গতকাল দুপুরে পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে মধ্যবাজারে এক পথসভায় মিলিত হন।
এসময় তারা মরা গরু জবাইকারীদের শাস্তি দাবি করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।