আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি ঘুম হারাম করা পুরনো দিনের গান

একজন ফুরিয়ে যাওয়া ব্লগার
পুরনো দিনের গানগুলোর আবেদন কেন যেন কমে না কিছুতেই। বন্ধু রোহান বলেছিলো পুরনো গান দিলে নাকি সেগুলো অচেনা বলে অ্যান্টেনার চারপাশ দিয়ে চলে যায়। কিন্তু আমি তো (আমার মনে হয় শুধু আমি না আমরা অনেকেই) পুরনো দিনের গানের খুব ভক্ত, কাজেই গানগুলো দেয়ার লোভ সামলাতে পারলাম না কিছুতেই। আপনাদেরও ভালো লাগবে আশা করি। ১. পুরনো দিনের ছায়াছবির গান বলতে প্রথমেই চোখে যে গানটা ভেসে ওঠে তা হলো 'গান হয়ে এলে মন যেন বলে'।

আকাশে মেঘের আড়ালে চাঁদ লুকোচুরি খেলছে, আমাদের প্রিয় কবরী তার দিকে লাজুক মুখে তাকিয়ে আছেন আর ব্যাকগ্রাউন্ডে ফেরদৌসী রহমান এই গানটা গাইছেন... কি যে অদ্ভুত লাগে শুনতে! একেবারে স্বর্গীয় একটা গান। গান হয়ে এলে মন যেন বলে সারাবেলা এত সুর নিয়ে নিজেরে কেমনে বলো রাখি লুকিয়ে? ওগো মোর ভাবনা ওগো মোর কামনা এসেছো জীবনে তবু তোমারে যেন বুঝি না এ কেমন অলঙ্কারে নিলে জড়িয়ে! তুমি মোর নয়নে তুমি মোর স্বপনে যে ছবি এঁকেছো সে তো শুধুই রবে গোপনে এ হৃদয় অহঙ্কারে দিলে ভরিয়ে। ডাউনলোড গান হয়ে এলে অনেক খুঁজেও এই গানটার কোনো ইউটিউব ভিডিও পেলাম না। অরিজিনাল (পুরনো) ভার্শনটাও জোগাড় করা গেলো না কিছুতেই। পাঠকদের কারও কাছে থাকলে খুবই অনুরোধ করবো শেয়ার করার জন্য।

অবশেষে ব্লগার ইচ্ছে এই গানটির ভিডিও দিয়েছেন। অনেক ধন্যবাদ ওনাকে, আমার মত অন্য সাব ব্লগারদের পক্ষ থেকে যারা এই গানটি পছন্দ করেন। ২. উত্তম কুমারের মুভির গানগুলোকে ভুলে যাওয়ার অনেক চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছি শেষমেশ। জুটি হিসেবে উত্তম-সুচিত্রাই সর্বশ্রেষ্ঠ হলেও আজকে আমি যে গানটার কথা বলবো সেটা কিন্তু উত্তম-সুপ্রিয়ার। উত্তম কুমারের বনপলাশীর পদাবলী আমার অসম্ভব প্রিয় একটা ছবি, আর এর গানগুলোও তেমনি প্রিয়, বিশেষ করে শ্যামল মিত্রের গাওয়া এই গানটি তো অতুলনীয়।

আর গানটার কোরিওগ্রাফিও কিন্তু দুর্দান্ত রোমান্টিক। (গানটি দেহাতী উচ্চারণে গাওয়া তাই লিরিকটাও সেভাবেই লিখে দিলাম) আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন পরণে নীলাম্বরী পাগল আমি ও রূপ দেখে মনে লয় ঐ অঙ্গ থেকে ও রূপ চুরি করি। চোখ লয় দু’টি ভ্রমর কাজল কালো যেন ঐ পদ্ম মুখে মানায় ভালো ও মুখের কাছে কি তাই হার মেনে যায় পুন্নিমারই কোজাগরী? দোলে বেণী মণিহারা যেন ফণী পায়ে তার নুপূর যে ঐ তোলে ধ্বনি শ্রাবণ ধারার মত রূপলাবণী অঙ্গ থেকে পড়ে ঝরি পাগল আমি ওরূপ দেখে মনে লয় ঐ অঙ্গ থেকে ও রূপ চুরি করি। চুরি করি… চুরি করি… চুরি করি আহা মরি মরি এসনিপ্স থেকে ৩. এই গানটা একটা বৃষ্টির গান। পুরনো দিনের হিন্দি গানের এমন অজস্র সুন্দর সুন্দর গান আছে যেগুলো বাঙালী সঙ্গীত পরিচালকদের সুর করা।

এই গানটাও কিন্তু তাই, এটার সুরকার সলিল চৌধুরী। মজার ব্যাপার হলো, এই গানটারই বাংলা যে ভার্শনটা আছে সেটা কিন্তু আবার বৃষ্টির গান না। গানটা এত সুন্দর যে বারবার শুনলেও আশ মেটে না। একটা সময় ছিলো যখন বৃষ্টির রাতে ঘুম না এলে আমি জানালার বাইরে তাকিয়ে বৃষ্টি দেখতে দেখতে এই গানটা গাইতাম। o sajna, barakha bahaar aayee ras ki phuhaar laayi, aakhiyon men pyaar laayi o sajana..................... tum ko pukaare mere, man kaa papeehara mithhi-mithhi agani me, jale mora jiyara o sajna..................... aise rim-jhim mein, o sajan pyaase pyaase mere nayan, tere hi khwaabon men kho gaye saawnli saloni ghata, jab jab chhaayi aakhiyon men raina gayi, nindiya na aayi o sajana......... এরকমই আরও অনেক গান বাসা গেঁড়ে বসে আছে এই মস্তিষ্কে।

পুরনো দিনের হিন্দি গান যারা ভালোবাসেন তারা কেবল জায়গায় বসে আওয়াজ দেবেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো গানগুলো প্রোভাইড করার। ৪. আজকাল বিটলসের গান শোনা হয় প্রায়ই। ওদের প্রায় সব গানই কম বেশি ভালো হলেও আমার সবচেয়ে বেশি যে গানটা পছন্দ সেটা হলো লেট ইট বি! When I find myself in times of trouble, mother Mary comes to me, speaking words of wisdom, let it be. And in my hour of darkness she is standing right in front of me, speaking words of wisdom, let it be. Let it be, let it be, let it be, let it be. Whisper words of wisdom, let it be. And when the broken hearted people living in the world agree, there will be an answer, let it be. For though they may be parted there is still a chance that they will see, there will be an answer. let it be. Let it be, let it be, ..... And when the night is cloudy, there is still a light, that shines on me, shine until tomorrow, let it be. I wake up to the sound of music, mother Mary comes to me, speaking words of wisdom, let it be. Let it be, let it be, ..... Download Let it be ৫. এই গানটাকে ঠিক পুরনো দিনের গান বলা যায় না কারণ এটা অপেক্ষাকৃতভাবে অনেক রিসেন্ট সময়ের গান। তবু শেয়ার করতে খুব ইচ্ছে করছে (যদিও খুব পরিচিত গান, চিনবেন সবাই)। গানটার জন্য অবশ্যই ধন্যবাদ পাবেন ব্লগার নস্টালজিক (কবি ভাই), কারণ উনি না দিলে হয়তো এভাবে শোনা হতো না।

গানটা হলো স্করপিয়ন্সের 'বিলিভ ইন লাভ'। এই গানের কথাগুলো খুব অদ্ভুত। নিশ্চয়ই কোনও কারণ আছে এর পেছনে... কি যে সেটা, আমি ঠিক জানি না। তবে শুনতে শুনতে এমন মুখস্থ হয়ে গেছে যে অনেক সময় খেয়ালই থাকে না লিরিকটার কথা। তবে ভালো লাগে, খুব খুব।

How does it fell babe To taste sweet revenge Do you want me on my knees How does it feel babe to let me feel your strength Don´t be cruel, can´t you see If you don´t catch me now I can´t stop falling down Just one more night and the devil´s got my soul I need your love babe don´t tell me "no way" Babe I miss you so much more than words can say How does it feel babe To kill our destiny I swear I´m not gonna crawl oh no How does it feel babe To make a fool out of me How can you be so cold If you don´t catch me now I can´t stop falling down Just one more night and the devil´s got my soul I need your love babe don´t treat me this way Ooh I miss you, I miss you Baby our love´s got what it takes To give us one more chance to start once again Baby our love will find a way As long as we believe in love Download Believe in love
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।