আমাদের কথা খুঁজে নিন

   

এটা কি কোন ব্লগিং নীতিমালার মধ্যে পড়ে????

স্বপ্নীল.......স্বপ্ন যেথা নীল......দিগন্ত ছুঁয়ে আকাশ যেমন বিলীন......

আমি মুলত একজন পাঠক, খুব একটা লিখি না, ব্লগে আসি সাম্প্রতিক সংবাদ বা ঘটনার আপডেট জানার জন্য, এর মধ্যে বিভিন্ন ব্লগার বিভিন্ন বিষয় নিয়ে লিখেন, ভাল/খারাপ দুটোই লাগে বিভিন্ন সংবাদ/আপডেট পড়ে। আসি খুব অল্প সময়ের জন্য। সাধারনত প্রথম পাতাটাই সবাই আগে দেখেন,প্রথম পাতা পড়ার পর স্ক্রল করে পরের পেজগুলো সব সময় পড়া হয় না। একটু আগে দেখলাম একই পেজে পর পর ৪ টা পোস্ট একই জনের!! চোর-পুলিশ লিখেছেন শাহিনুর, ১৬ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৫৫ ছাত্র-শিক্ষক লিখেছেন শাহিনুর, ১৬ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৫৬ ডাক্তার-রোগী লিখেছেন শাহিনুর, ১৬ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৫৭ স্বামী-স্ত্রী লিখেছেন শাহিনুর, ১৬ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৫৯ সময়টা একটু খেয়াল করুন, এক মিনিট পর পর উনি পোস্ট করেছেন, তাও সব কৌতুক।একই পেজে যদি একজনের ৪ টা পোস্ট থাকে, তাহলে অন্যরা কি করবে??? এভাবে পোস্ট দিতে থাকলে হয়ত অতি জরুরী একটা সংবাদ মুহর্তেই অন্য পেজে চলে যাবে যা আর হয়ত কারো পড়া হবে না। এটা কি কোন ব্লগীয় নীতিমালার মধ্যে পড়ে??? সামু মডারেটরদের কি কিছু করার নেই এসব পোস্টের ব্যাপারে?? এ ব্যাপারে সামুর মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি এবং ব্লগার ভাই/বোনদের সচেতনতা আশা করছি আমার মত পাঠকের কথা ভেবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।