কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
প্রকাশ: সোনার বাংলাদেশ
চলে যাওয়া বাতাসের পেছনে সাইমুম হয়ে যাই
আর ছুটতে ছুটতে অবশেষে শরীর হারিয়ে
আমি কেবলি আত্মা হয়ে যাই।
চলে গেছে মাটির গভীরে আদমের দেহখানি
সারা ভু-ভাগই এক মৃত্তিকা দেহখনি,
ক্ষয়িষ্ণু জগতে কে কোথায় লুকাতে পেরেছে বলো?
কে রাখে অস্থি গ্রন্থিমালা সুতোয় গেঁথে;
হারানো শবের কানে কখন জিজ্ঞাসিব
কোন পথে পালিয়েছ ওহে ওপারের জগতে-
সে কি নিরব কবর
সে কি দাউ দাউ চিতা
সে কি জন্তুর ক্ষুধিত উদর
সে কি সলিলের উত্তাল বুক;
কখন সময়?
কে চায় ছেড়ে যেতে এই পার্থিব সুন্দর
কত ক্লেশ-ক্লান্তি মাখা এই জীবনের বন্দর;
তবু গন্তব্য ঐ দেয়ালের ওপাশে
ঐ মৃত্যু চাদরে ঢাকা দরজার পরে
ঐ রহস্য জগতে।
কেউ ফিরে বলে না কেমন,
শুধু চলে যাওয়া আছে যেখানে যেমন
ঘটে নিয়মের ঘটনা;
তারপর শোর তোলে রটনা-
"প্রিয় এলাকাবাসী!........................
............ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন!"
-১৬ নভেম্বর ২০০৯
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।