কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।
আজ পাহাড়ের কান্নার হলুদ ছোঁয়া,
সকলে তার জন্য করবেন দোয়া।
সকাল থেকেই শুরু উৎসব ভাব,
যদিও সবার কাজের ভীষন চাপ।
বিকেলটা পেড়িয়ে সন্ধ্যে যখন গড়ালো,
নিয়ন আলো চারিদিক তখন ছড়ালো।
সেই আলোতে দেখছি প্রিয়ার মুখ,
বিয়ে করা, আহা! কি-যে সুখ।
মঞ্চ সাজানো বাহারী সব ফুলে,
আমায় সেথা রাখা হয়েছে তুলে।
গানের সাথে নাচ হচ্ছে তালে,
একে একে দিচ্ছে হলুদ গালে।
চারিদিকে যখন মিষ্টি খাওয়ার ধুম,
এমন সময় ভাঙ্গলো আমার ঘুম।
ঘুম ভেঙ্গে দেখি সেই আমিই তো একা,
এ আবার কেমন স্বপ্ন দেখা!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।