আমাদের কথা খুঁজে নিন

   

মীর বা মীর আফসার আলী

আমি ১ জন সাধারন ব্লগার মিরাক্কেল আমার ইপ্রিয় শো তাই মিরাক্কেলের মিরের সম্পর্কে কিছু তথ্য কালেক্ট করলাম মীর আফসার আলী জন্ম :১৩ই ফেব্রুয়ারি, ১৯৭৫ কলকাতা, পশ্চিম বাংলা, ভারত জাতীয়তা :ভারত ভারতীয় অন্য নাম :মীর পেশা: সংবাদপাঠক, অভিনেতা, রেডিও জকি, গায়ক যে জন্য পরিচিত রেডিও জকি, উপস্থাপক, অভিনেতা। মীর বা মীর আফসার আলী ( Mir Afsar Ali) ভারতীয় বাংলার একজন অন্যতম পরিচিত মুখ। উপস্থাপক হিসেবে তার খ্যাতি এখন সবার মুখে মুখে। মূলত ডিডি বাংলার নিউজ প্রোগ্রাম খাস খবর-এর মাধ্যমে টেলিভিশনে প্রথম আবির্ভাব হলেও জি বাংলায় প্রচারিত বিখ্যাত হাসির রিয়েলিটি শো মীরাক্কেল-এর মাধ্যমেই তার খ্যাতি। ছেলেবেলায় ইচ্ছে ছিল জেনেটিক ইঞ্জিনিয়ার হওয়ার।

মানুষকে হাসাতে হাসাতে হয়েছেন সেলিব্রেটি। শৈশব-কৈশোরে একাকীত্বই ছিল যার নিত্য সঙ্গী, অথচ সেই কিনা এখন সব মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দু। পরিবারে কোনো ভাইবোন না থাকায় একসময় তার ভীষণ একাকী জীবন কাটত। পড়াশোনাতেও ছিলেন মাঝারি মানের এবং কখনই কোনো খেলাধুলায় অংশগ্রহণ করতেন না। একাকী এই তরুণের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ছিলেন পিতামাতাসহ পরিবারের সব সদস্য।

কিন্তু সবার চোখে বুড়ো আঙুল দেখিয়ে আজ দুই বাংলার অন্যতম জনপ্রিয় এক সেলিব্রেটি তিনি। পার্ক স্ট্রিটের এসেম্বলি অব গড চার্চ স্কুলে পড়াশোনা করা মীর স্কুলের চ্যাপেল সার্ভিসের ভীষণ ভক্ত ছিলেন, যা তাকে তার খোলস ভেঙে বেরিয়ে আসতে এবং প্রতিষ্ঠিত একজন সঞ্চালক হয়ে ওঠার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। রক্ষনশীল বাঙালি মুসলিম পরিবারের সন্তান মিরের বাল্যকাল কেটেছে কঠোর অনুশাসনের মধ্য দিয়ে। বাল্যকাল থেকেই ইচ্ছা ছিল একজন জেনেটিক ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু সবকিছুই বদলে যায় যখন তিনি ৬ দিন পুরনো একটি খবরের কাগজের রেডিও জকি চাওয়ার বিজ্ঞাপন দেখে সেখানে দরখাস্ত করেন।

রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করা মির নিজের আকস্মিক কৌতুক বানিয়ে ফেলার ক্ষমতা এবং ভিন্ন ধারায় উপস্থাপনার দক্ষতার দরুন বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। টেলিভিশনে তার প্রথম উপস্থিতি ডিডি বাংলা চ্যানেলের নিউজ প্রোগ্রাম খাস খবরএর মাধ্যমে। হাউ মাউ খাউ এবং বেটা বেটির ব্যাটল-এর সঞ্চালক থাকলেও জি বাংলার মীরাক্কেলের মাধ্যমেই আজ অন্যতম জনপ্রিয় একটি নাম মীর আফসার আলি। মীরাক্কেলের মীর নিজে যেমন হাসেন প্রান খুলে তেমনি হাসাতেও পারেন ঢেউ তুলে। পুরষ্কার কলাকার অ্যাওয়ার্ড ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।