উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার পেয়েছেন- বরিশাল বিভাগের ফুলকুড়ি ভ্যারাইটিজ কর্নারের স্বত্ত্বাধিকারী বুলবুল চৌধুরী, চট্টগ্রামের রিহা টেক্সটাইলের মনোয়ারা বেগম, ঢাকার আফরিন’স-এর মালিক আফরিন ফারুক, খুলনার শশী বুটিকস অ্যান্ড ফুড-এর স্বত্ত্বাধিকারী খদিজা রসুল, রংপুরের লেডিস কর্নারের ফরিদা বেগম, রাজশাহীর জোনাকি বুটিকসের মনিরা মতিন জোনাকি ও সিলেটের আড়ং মেলার নুরুন নাহার বেবী।
প্রতিবেদকদের মধ্যে রয়েছেন ডেইলি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার আবু সাজ্জাদ ও সময় টেলিভিশনের ফারাহ তানজী।
শনিবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে উদ্যোক্তা ও প্রতিবেদকদের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
বিডাব্লিউসিসিআই প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমদ ‘প্রগ্রেসিভ অ্যাওয়ার্ড-২০১২’ জয়ীদের নাম ঘোষণা করেন।
নিজ ক্ষেত্রে উদ্যোক্তাদের সফলতা এবং নারী উদ্যোক্তাদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এ পুরস্কার দেয় সংগঠনটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।