আমাদের কথা খুঁজে নিন

   

না বললেই কি



না বললেই কি মুছে গেলো সব ব্যাবধান? সব অতীত? অনেকগুলো রাত, অনেকগুলো প্রহর দুজনার একান্ত সময় ..ফিসফিসে কন্ঠস্বর.. জীবনটা কি দুগ্ধপোষ্য শিশুর কাঁপা কাঁপা হাতে লিখা আঁকাবাঁকা স্ররলিপি "ইরেজারের" এক ঘষাতেই শুদ্ধ হয়ে যাবে তার সমস্ত স্বাক্ষর! না বললেই সমুদ্রের ঢেউ নিস্তব্দ হয়ে উষ্ঞতা পোহায়না,না বললেই গোধুলি আলোয় সুর্য,তার সমস্ত পাপড়ি মেলে ধরেনা প্রস্ফুটিত কুসুমের মতো অথচ কি অনায়াসেই না বলে বেলাভুমি মাড়িয়ে এলে তুমি;একবারো ভাবলেনা পিছনে এক উত্তাল সমুদ্র,বেদনায় বিষে নিল হয়ে আছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।