আমাদের কথা খুঁজে নিন

   

দেশ বিক্রী হয়ে গেছে এ কথা বলছিনা, শুধু বলছি দেশটাকে ঠিক মত রক্ষা করতে পারছেনা !!!

Why does life keep teaching me lessons, i have no desire to learn.

সিলেট সীমান্তে বাংলাদেশের ১শ’ গজ ভিতরে বিএসএফের বাঙ্কার নির্মাণ বিডিআর-বিএসএফ মুখোমুখী সিলেটের জৈন্তা সীমান্তের ২০ কিলোমিটার দূরবর্তী পাদুয়া সীমান্তে বিডিআর-বিএসএফ মুখোমুখী অবস্থানে রয়েছে। দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। সীমান্ত সূত্র জানায় পাদুয়া সীমান্তের ১২৭০-৩এস পিলার সংলগ্ন সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। বুধবার আব্দুল জলিল নামে এক বাংলাদেশী যুবককে ঐ এলাকায় তার জমি থেকে বিএসএফ ধরে নিয়ে যায়। পরদিন অবশ্য ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বিএসএফ তাকে ছেড়ে দেয়।

তারপরও পাদুয়া সীমান্ত পিলারের একশ’ গজ বাংলাদেশের ভেতরে বিএসএফ প্রবেশ করে পাংতুমাই বাঁশ বাগানের কাছে বৃহস্পতিবার রাতে এক ডজনেরও বেশি বাঙ্কার খনন করেছে। সেখানে ভারী অস্ত্রসহ ৪০/৫০ জন বিএসএফ অবস্থান নিয়েছে। বিডিআর তাদেরকে নিজেদের সীমানায় ফিরে যেতে বললেও তারা ফিরে যায়নি। এদিকে বিডিআর ৫০ গজের মধ্যে বিএসএফ’র মুখোমুখী সতর্ক অবস্থান নিয়েছে বলে গতকাল রাত সাড়ে ১০টায় ঐ এলাকায় দায়িত্বরত একজন বিডিআর কর্মকর্তা জানান। তিনি জানান, বিএসএফ ফ্ল্যাগ মিটিংয়ের আহ্বান জানানো হয়েছে।

কিন্তু তাতে তারা সাড়া দেয়নি। সূত্র: Click This Link আরেকটা নিউজে দেখলাম পাহাড়ে একটা সংস্হার কাজ বন্ধ করে দিয়েছে সন্তু ভাইয়া..... ইডেনে মেয়েদের দিয়ে দেহ ব্যবসা করার ছাত্রলীগের মেয়েরা- সে কথাও বলছে তারা নিজেরাই..। ইস আমার যদি সংসদে একটা চেয়ার থাকত তাহলে নেত্রীরে খুশী করার লাইগা বলতে পারতাম- এই গুলা কোন ব্যাপারনা.......।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।