আমাদের কথা খুঁজে নিন

   

"আলো অন্ধকারে যাই" এর আজাদ কেমন আছে?

মইধ্যে রাইতে লুকাইয়া লুকাইয়া হাসতাম কিন্তু অহন আর হাসবারও পারি না, কিচ্চু হইলেই ঝারি মারে :( ওই কুটকুট কইরা হাসবি না!

২০০৭ সালের একুশে বই মেলায় লেখক আনিসুল হক এর "আলো অন্ধকারে যাই" বইটি প্রকাশিত হয়। গত ৫/৬মাস আগে বইটি আমি পড়ি। অনেক ভালো লাগলো। এতো ভালো লাগলো যে, বইটি আমি রাত্রের খাবারের আগে কয়েকটা পৃষ্ঠা পড়ি। তারপর খাবার শেষ করে আবার ধরলাম।

আর এর শেষ; মানে ঠিক আযানের একটু পরে বইটি আমি পড়ে শেষ করি। বইটি পড়ে দৃষ্টি প্রতিবন্ধি আবুল হাশেম আজাদের সম্পর্কে আরো জানতে হচ্ছে হলো, এ রকম একটি মানুষের চোখের তালিকে তাকে দেখতে হচ্ছে হলো। জিজ্ঞাসা কাজ করছিল, আজাদ এখন কেমন আছে। এ জন্য ফেইসবুকে আনিসুল হককে খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট করলাম। কিন্তু কোন উত্তর পাই নি।

আর মনে হয় বইটি আপনারা অনেকেই পড়েছেন, হয়তো আমার মতো মনের ভেতর কোন পিপাসা রয়ে গেছে, ওনার জন্য। কারো কাছে আপডেট তথ্য থাকলে জানাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।