মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। রোম যখন পুড়ছিল, নীরো তখন মনের সুখে বাশীতে গান করছিলেন।
দেশ যখন ............তখন পদ্মায় সস্ত্রীক নৌ-ভ্রমণে শেখ রেহানার ছেলে ববি।
জয় বাংলা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ছেলে শেখ ববি স্ত্রী ও সন্তানসহ শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যস্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা নদীতে ভ্রমণ করেছেন।
বিদেশি বধূকে নিয়ে শেখ ববি ভারী বর্ষণের মধ্যে চার ঘন্টা পদ্মার নৈসর্গিক দৃশ্য অবলোকন করেন।
শুক্রবার দুপুর ১২ টার দিকে মাওয়াঘাটে বিআইডব্লিউটিএর ভ্রমণ জাহাজ সন্ধানীতে চড়ে শেখ ববি নৌ-ভ্রমণে বের হন। শেখ রেহানার ছেলের বিদেশি বধূকে পদ্মার রূপালী ইলিশ দিয়ে দুপুরের আপ্যায়ন করা হয়।
বিআইডব্লিউটিএর সহকারী-পরিচালক আলী আজগর জানান, বিকাল ৪ টা পর্যন্ত সন্ধানী জাহাজে চড়ে পদ্মার বুকে চষে বেড়ান বিদেশী বধূসহ শেখ রেহানার ছেলে ববি। দুপুর ১২টার দিকে তারা মাওয়াঘাট থেকে জাহাজে ওঠেন।
পরে শরীয়তপুরের সুরেশ্বর এলাকা পর্যন্ত ঘুরে-ফেরেন পদ্মার নৈসর্গিক দৃশ্যের মাঝে। ভারী বর্ষণ থাকায় শেখ রেহানার ছেলে বিদেশী বধূকে নিয়ে নৌ-ভ্রমন সংক্ষিপ্ত করে বিকাল ৪ টার দিকে মাওয়াঘাটে ফিরে আসেন। এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
এইখানে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।