আমাদের কথা খুঁজে নিন

   

যদি চান কোন সাইটে ৩ মিনিটের বেশি থাকবনা, কি করবেন?

আমি এক টেকনলজি প্রেমিক। কোথায় কি গেজেট বের হল, কি নূতন সফটওয়্যার বের হল... এগুলো নিয়ে একটু আগ্রহ বেশী। আমাকে একটু knock করবেন interesting কিছু পেলে।

এ রকম আমাদের প্রায় হয়, ফেসবুকে ১০ মিনিটের বেশি থাকবনা, তারপর বের হয়ে যাব, কাল পরীক্ষা আছে। কিন্তু দেখা গেল একজন সেইরকম ভিডিও আপলোড করে বসে আছে ১৫ মিনিটের, নামাতে নামাতে ২০ মিনিট...... তারপর আর নাই বলি, ১ ঘন্টা যে কয় চলে গেল বুঝাই গেল না। সমাধান কি? মনে করুন আপনি সামুতে ১৫ মিনিট থাকবেন। তাহলে লিখুন 15.minutes.at/somewhereinblog.net ১৫ মিনিট পার হলেই আপনাকে রিমাইন্ড দিবে। চাইলে আপনি টাইম বাড়িয়ে নিতে পারবেন। ট্রাই করে দেখুন...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।