আমাদের কথা খুঁজে নিন

   

দুই ভাইয়ের প্রতারণা ||

অকালকুষ্মান্ড তড়িত প্রকৌশলী

এইবার বইমেলা থেকে হুমায়ুন আহমেদ ও জাফর ইকবালের কোনো বই কিনব না বলে ঠিক করে ছিলাম | ক্রমাগত কয়েক বছর ধরে এই দুই ভাইয়ের লেখার দৈন্যতা ক্রমশ স্পষ্ট | কিন্তু শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারলাম না | জাফর ইকবালের সাইন্স ফিকশনের বইয়ের বাইরে একটি বই দেখলাম | নাম সবুজ ভেলভেট | বছর কয়েক আগে উনার কিছু ছোট গল্প পড়ে আসলেই মুগ্ধ হয়ে ছিলাম | তো আগুনে ঝাপ দেয়া পতঙ্গের মতই ঝাপ দিলাম মানে সবুজ ভেলভেট বইটা কিনলাম | ৬৭ পৃষ্ঠা , বড় ফ্রন্ট , দাম ৮০ টাকা | প্রথমেই একটু কিন্তু কিন্তু লাগলো | যাই হোক বাসায় এসে পরা শুরু করলাম | এক নিশ্বাসে পড়ে ফেল্লাম মানে এত ছোট বই এক নিশ্বাসের বেশি লাগলো না | বিষয় বস্তু অতীব সাধারণ , গল্পের কোন শাখা প্রশাখা নাই , সহজ ভাষায় সহজ কিছু কথা বলা হয়েছে | লিটল ম্যাগাজিনের বা দৈনিকের সাহিত্য পাতার ছোট গল্প হলে মানাত | এটাকে কোনো ভাবে উপন্যাস বা বড়গল্প বলা যায় না | এবার আসি বড় ভাইয়ের কথায় | এবার আর বোকামি নয় মানে নিজে বই কিনি নাই | এক কলিগের কাছে হুমায়ুন আহমেদের একটা বই দেখলাম | নলিনী বাবু B.Sc.| নিজের জীবনের সত্যি কাহিনীর আদলে লেখা | চটকদারি করার সস্তা প্রয়াস | তার সাথে আছে শাওনের প্রতি পাঠকের ভালোবাসা জাগানোর চেষ্টা | আমার কেন জানি মনে হইছে এটা আসলে শাওনের প্রতি বাংলাদেশের মানুষের যা ঘৃনা আছে সেটা কমানোর চেষ্টা | এক কথায় পুরো উপন্যাসটাকে বস্তা পচা বলা যায় | আমার আরেক কলিগ বইটা দেখে পড়তে আগ্রহী হল | আমি বললাম জঘন্য পড় না | ও বললো আমি আরেকটা বই পড়েছি যেটা আরো জঘন্য | আমি বললাম না পড়ে কিভাবে বুঝলা | ও বললো ওই বইটাকে জঘন্য বলার জন্য আরেকটা বই পড়ার দরকার হয় না | বুঝুন অবস্থা | তার পরেও বইমেলায় এই দুই ভাইয়ের বই কিনার জন্য কি লম্বা লাইন পরে যায় | বাংলাদেশের মানুষ আসলেই অনেক বোকা | তাই এই দুই ভাই ভন্ড পীর অথবা হারবাল চিকিত্সকের মতো প্রতারণার জাল বিস্তার করার মতো সাহস করে | মেজাজটা আর ঠান্ডা রাখতে পারিনা যখন দেখি উনারা আবার বিভিন্ন জায়গায় নীতির উপদেশ দেয় | ক্ষমতা থাকলে পল্টন ময়দানে এই দুই ভাইকে নিয়ে গিয়ে জুতা দিয়া পেটাতাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।