কি জানি কিসের ও লাগি প্রান করে হায় হায় ...
ছায়াপর্বঃ
...ছায়া ছায়া একটা ব্যাপার আছে ওর মাঝে । অদ্ভুত মোহ জাগানিয়া। ছায়া কে রেখে সামনে যাই, নাকি ছায়া আমার পিছনে পরে যায়, বুঝতে পারি না। কিন্তু সে ধায় আমার পিছে, মাঝে মাঝে সে আমার চেয়েও দীর্ঘ। দীর্ঘশ্বাস আটকাই, পথ চলা শুরু, ছায়ার সাথেই।
দীর্ঘ হতে হতেই মিলিয়ে যায়, আস্তে আস্তে ...জানান দিয়ে। মন খারাপ হয় না আমার। শিউলী কুড়াই, তীব্র ভালোবাসার মায়ায়। শিউলী দুহাত ভিজিয়ে দেয়। ছায়ার দু হাত ও ভেজা...আমারি মতন ...আমি জানি ...আমি জানি ...
বসন্তঃ
বাসায় দুটো মেহগনী গাছ আছে।
ছোটবেলায় শীতের শেষে গাছ ঝাকিয়ে পাতা ঝরাতাম নতুন পাতা দেখব বলে। বসন্তে হালকা সবুজ রঙ এর কচি পাতা, তাকিয়ে থাকতে থাকতে অজান্তেই হাসতাম। কি যে ভালো লাগত দেখে। আমি কেন মিল পাই আমার নিজের সাথে? ঝাকানো থামে না, চলে অবিরত, নতুন পাতার সন্ধানে, নতুন বসন্তে। গত বসন্তের স্বপ্নগুলো এ বসন্তে নেই, এ বসন্তের গুলো আগামী বসন্তে থাকবে না, এমন কোন এক বসন্তে আমিও থাকব না...আমার স্বপ্নগুলো কি তখন আমাকে মনে করে কাঁদবে একটু?
স্বপ্ন...লাল, বেগুনীঃ
একটা স্বপ্ন সাজাই...টলটলে জলের দীঘি, নৌকাটা ঠিক মাঝখানে, খুব সুন্দর করে সাজানো।
কৃষ্ণচূড়া আর জারুল দিয়ে, দূর থেকে দেখে যেন মনে হয় লাল বেগুনীর একে অপরের সাথে মিশে আছে। আচ্ছা, লাল আর বেগুনী মিশালে কি মায়া মায়া মায়াবতী রঙ হবে? ঝিম নেশা ধরা ঝুম দুপুর। নৌকায় শুধু আমি আর আমার স্বপ্ন। আলতো করে স্বপ্নটাকে ছুঁয়ে দিয়ে বলব, "এই মেয়ে, তুই আমার হবি?..."এটুকুই ...আর কিছু ভাবিনা, স্বপ্ন তো স্বপ্নই, জীবনে সব স্বপ্ন পুরন হতে হবে এমন কোন কথা তো নেই ...
কৃষ্ণচূড়াঃ
খুব ইচ্ছে করত একসময়, গাছ থেকে আগুন পাড়ব। দুহাত জ্বলে যাবে, তবুও আনব।
মুঠো মুঠো আগুন এনে ছড়িয়ে দেবো। গাছগুলো কষ্ট পাবে? পাক, তাতে আমার কি? আমার হাতে আগুন চাই। লাল লাল আগুন। গাছ ভর্তি স্বপ্নেরা মলিন হবে, এটা সহ্য হবে না আমার। কেউ কেউ অনন্য আমি, সবাই আমি না।
অনন্যাকে দেখি না অনেকদিন হলো। কেমন আছে ও? আমাকে মিথ্যে করে হলেও ভালোবাসি বলতে বলেছিল, আমি পারিনি। সবাই সবকিছু পারে না...তুই মর, মরে বৃক্ষ হ! আমার মরতে হবে না বন্ধু, তার আগেই বৃক্ষ হয়ে গেছি। বন্ধু, তুই কেমন আছিস রে?
জোনাকী ভালোবাসাঃ
কতদিন তোকে খোলা মাঠে অন্ধকারে জোনাকী আর ঝিঁ ঝিঁ পোকার অদ্ভুত মায়া দেখাতে চেয়েছি। তুই বলতি, মাঠটাই যেন তোর জন্যে তুলে নিয়ে আসি।
আমি জোনাকীর কাছে যাই, ওদের থেকে শক্তি সঞ্চয় করি, যেদিন পুরো মাঠ নিয়ে আসতে পারব, সেদিন আমিও জোনাকী হয়ে যাব। আমি জোনাকী হলে আমাকে ভালোবাসবি? বল না...আমি মরে গেলে ভালোবাসবি?
মেয়ে তুমি স্থির থেকো ...নৈঃশব্দ্য ছুঁবে তোমাকে ...একাকী নৈঃশব্দ্য ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।