আমাদের কথা খুঁজে নিন

   

এক গাঁজাখোর অছাত্র ছাত্র লিগের কান্ড।



কিছুক্ষন আগের ঘটনা , আমি এশার নামাজ শেষ করে চা খেতে বাইরে গিয়েছি । মাথার টুপিটা তখনও পরা ছিল । দোকানে গিয়ে আরও পাঁচজনকে পেয়ে গেলাম। সবাই মিলে চা খাচ্ছিলাম আর কথা বলছিলাম। কিছুক্ষন পর দোকানে তিনজন ছেলে এল ।

এরা গাঁজা খেয়ে এখানে এসেছিল [উৎকট গন্ধে অনুমান করলাম]। তো আমরা আমাদের মতই ছিলাম। এর মধ্যে একজন এসে আমাদের একজনকে ধরল এবং নানা ভাবে চার্জ করতে লাগলো তারপর আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করতে লাগলো। তারপর সে ছা্ত্রলিগ করে করে বলে গর্ব করে আরও কিছু গালাগাল দিয়ে চলে গেল। আমরা ছয়জন ছিলাম চাইলে তাকে অনেক কিছুই বলতে বা করতে পারতাম কিন্তু তাকে যদি নূন্যতম প্রতিরোধও করতে যেতাম তখন প্রশাসন, মিডিয়া সব একজোগে আমাদের পেছনে লেগে যেত এবং নানা মিথ্যা অভিযোগ দিয়ে উল্ট আমাদের শিক্ষাজীবনের ক্ষতি করে দিত।

যেটা হতে আমি বেশ কয়েকবার দেখেছি। এরকম নিপিড়ন কিভাবে সহ্য করব আমরা। আমাদের জন্য সামুর বিচক্ষন ব্লগারদের পরামর্শ চাইছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।