আমাদের কথা খুঁজে নিন

   

২৮ তম বিসিএস পরীক্ষার্থীদের উদ্দেশ্যে



আমি কয়েকদিন আগে দেশে ফোন করার জন্য VOIP কানেকশন আছে এমন একজনের কাছে গেলাম । আমাকে সিরিয়াল ধরতে হয় । আমার আগে একজন মোবাইলে দেশেফোনে কথা বলছিল । তার মোবাইলে বলা কথার সুত্র ধরে যা জানলাম তা হল –তার ভাই ২৮তম বিসিএসের ভাইভা শেষ করেছে । এখন ৭~৮ লাখ টাকা হলে ভাল একটা পদ পায় ।

সেই টাকাটা পাঠানোর জন্য তার প্রবাসী ভাইকে অনুরোধ করছে । সরকার থেকে একটা লিস্ট যাবে পিএসসিতে । সেই লিস্টে নাম দেয়ার জন্য ঐ পরিমান টাকার দরকার । আমি যতটুকূ জানি বর্তমান পিএসসি চেয়ারম্যান একজন সৎ লোক । কিন্তু দলীয় নিয়োগপ্রাপ্ত অন্যান্য সদস্যের সততা প্রশ্নাতীত নয় ।

তাই এ নিয়ে আপনারা কি ভাবছেন ? ঘটনা কতটুকু সত্যি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।