কাল বুঝি ব্যস্ত ছিলে খুব!
সকালের ঘুমভাঙা আলসেমী চোখে,
স্বপ্নগুলো রঙিন বাবল হয়ে ভেসে উঠেই দিচ্ছিল ডুব।
তোমার রাতজাগা আধো আধো কথা, তক্ষুণি
তক্ষুণি আরেকবার ইচ্ছা হল শুনি।
ফোন করোনি তুমি, একটা এসএমএস ও না
আমাকে বুঝি ভুলেই গেছো তুমি!
ধোঁয়া ধোঁয়া মায়া মায়া সকালটা, মিস করেছি
তোমাকে---ভীষণ! ভীষণ!!
কাল বুঝি ব্যস্ত ছিলে খুব!
গুড়ি গুড়ি হেঁটে আসা অলস দুপুরে,
একটা কাকের চোখে ঝিম ধরে ছিল রোদ্দুর।
গাছের পাতায় যখন সময় থমকাল,
খুব খুব তোমার কথা মনে পড়ছিল।
শুধু বসে আছো পাশে এইতো অনেক
তোমার ছোঁয়া নিয়ে বাতাস যেন
আমাকেও ছুঁয়ে গেল।
রূপকথার গল্পের মত ঝুনঝুনে দুপুরটা, মিস করেছি
তোমাকে---ভীষণ! ভীষণ!!
কাল বুঝি ব্যস্ত ছিলে খুব!
লাল-নীল আনন্দের বেলুন হয়ে উড়ছিল বিকেলটা।
এক গোছা সোনা রঙা ফিতের মত
সূর্যের শেষ আলো ঝুলে ছিল আকাশে।
মাঠজোড়া সবুজ ঘাসের গালিচায় হেঁটে যেতে যেতে
একদল ছোট ছোট জ্যান্ত পুতুলের খেলা দেখতে দেখতে
মনে হচ্ছিল তোমাকে নিয়ে আজ পুতুল হয়ে যাই
ছুটে যাই এমাথা-ওমাথা হাতে হাত রেখে
পাগলামি ভরা দুষ্টু দুষ্টু বিকেলটা, মিস করেছি
তোমাকে---ভীষণ! ভীষণ!!
কাল বুঝি ব্যস্ত ছিলে খুব!
সন্ধ্যা গড়িয়ে ধীরে ধীরে রাত নেমে এল
লোডশেডিং, গরম আর মিশমিশে আঁধার,
বারান্দায় একা একা তোমার অপেক্ষায়
আকাশের লক্ষ লক্ষ টুপটাপ তারা
সাথী হয়ে জ্বলে ছিল বুকে নিয়ে আদর
মিষ্টি বাতাসটা খেলে গেল এলোমেলো চুলে
তুমি কি আমাকে গেছো একেবারে ভুলে!
স্বপ্নময়, মায়াবী দীর্ঘ রাতটা, মিস করেছি
তোমাকে---ভীষণ! ভীষণ!!
কাল বুঝি ব্যস্ত ছিলে খুব!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।