পিলখানা হত্যা তদন্তে ২১ এপ্রিল পর্যন্ত সময় পেলো সিআইডি
বিডিআর সদর দপ্তর পিলখানায় জওয়ানদের বিদ্রোহে সংঘটিত হত্যাকাণ্ডে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ আগামী ২১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
বুধবার নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন দাখিল জমা দিতে ব্যর্থ হয়ে মামলার তদন্ত কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহহার আকন্দ আদালতে সময় বাড়ানোর আবেদন করেন।
এরই পরিপ্রেক্ষিতে ঢাকা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট একেএম এনামুল হক তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে ২১ এপ্রিল জমা দেয়ার দিন নির্ধারণ করেন।
পিলখানা হত্যাকাণ্ড মামলায় সিআইডি এ পর্যন্ত ২ হাজার ২৪৭ জন বিডিআর জওয়ান ও বেসামরিক লোককে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু এবং আওয়ামী লীগ নেতা তোরাব আলীও রয়েছেন।
মামলায় অভিযুক্তদের মধ্যে ২ হাজার ১৬১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়া হয়েছে। এবং ৫২৬ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নেয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার রক্তক্ষয়ী বিদ্রোহে তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল ও তার স্ত্রীসহ ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। একই বছরের ফেব্রুয়ারিতে এ ঘটনায় হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।