আমাদের কথা খুঁজে নিন

   

LRB-র গান মূল্যবোধ

শিখাইয়া পিরিতি, করিল ডাকাতি, ভুলিয়া রইয়াছে আমায় সখি কি করি কি করি উপায়!

মৃদু আলো ডিমলাইটে কেউ নেই আশেপাশে জীবনের পুজি ক্ষয় করে সময় বয়ে চলেছে নিমিষে... জলচর প্রাণীর মত আলো পোহাচ্ছে আমার একাকিত্ব থেমে আসা বৃষ্টির ফোটার মত ঝরছে আমার এই মুহূর্ত কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝিনি! এখন আমি স্বপ্নের পথে হাটছি মাকড়সার মত এই পথ যেন আমার কত পরিচিত আধার অনেক আধার চারিপাশে মন বলে তুমি আছ ডাকলেই সাড়া দেবে তুমি আধার কে করে দেবে আলোময় প্রতিক্ষা আর ব্যাকুলতাকে করেছে উপহাস তোমার নিরবতা তবুও তোমাকে ডেকেছি আমি বারবার চিৎকার করে...... ও! ঘুম ভেঙ্গে গেল স্বপ্নটা কেন এলো ভুলে থাকা হলো আবারো এলোমেলো...! এলআরবি (তবুও)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।