আমাদের কথা খুঁজে নিন

   

হে বিদ্রোহী হে কবি

হে বি্দ্রোহী, হে কবি, হে প্রেমিক বর; জন্মেছিলে এই বঙ্গে ধন্য করেছিলে এদেশের মাঠ ঘাট প্রান্তর । এক হাতে ছিল বাঁশি তোমার অন্যহাতে রনতূর্য অবহেলিত বঞ্চিতেরে তুমি দানিয়েছো রাঙা সূর্য । প্রেমে দ্রোহে রাঙিয়েছো তুমি মাতৃভাষা ভান্ডার মানবতার গান গেয়েছো তুমি সারজীবনভর বারেবার । পরেছো পায়ে শৃঙ্খল করেছো কারাবরণ গেয়েছো তুমি শেকল ছেড়ার কারাভাঙার গান; তুমি ছিলে বিশ্বযোদ্ধা ,করেছো লড়াই মানবের তরে, ধরে ছিলে সবুজ প্রাণ । তোমার লিখনিতে নাঙা তলোয়ারের ধার কেটে ফেলে যেন শন শন তোমার গানে হৃদয় জোড়ায় রিক্ত নিস্ব মন।

তুমি চিরতরুণ তারুণ্যেই অহংকার গেয়ে গেছো তাই তিমির হরণের সঙ্গীত বারেবার । গেয়েছো সাম্যের গান আজও তা কেন রয়ে গেছে বহুদূর তোমার জন্মদিনে এই কামনায় আমি সকল ভেদাভেদ হোক দূর। হে বিদ্রোহী হে জাতীয় কবি হে প্রেমিক পুরুষ হে বীর ! তোমর জন্যে লাল সালাম ,করি শপথ এ বঙ্গে গড়ে তুলি যেন চির শান্তির নীড়। হে উদ্ধত, হে টরনেডো ,সাইক্লোন ,হে চির উন্নত শির ! দ্রোহে প্রেমে গানে বাংলার মানুষ চির উন্নত প্রাণে হই যেন যুধীষ্ঠির । -------------------------------------------------------------------- বিদ্রোহী কবি কাজী নজরুল ।

আজ তার জন্মদিন। আমারও । তার লেখা 'বড়র পীরিতী বালির বাধ' প্রবন্ধ পড়লাম। সেটার রচনা কবিগুরুকে উদ্দেশ্য করে। কবিগুরু তার একটা কবিতায় খুন শব্দ টি প্রয়োগ করায় গুরুদেব সমালোচনা করলে তার বাধভাঙা অভিমান।

নজরুলের কবিতার পেরোডি বেরহতো প্রতি রোবাবার পশ্চিম বঙ্গের কিছু কবি তা করতেন । যেমন হে ব্যাঙ তোমার লম্বা দুইটি থ্যাঙ আষাঢ় মাস আসলে তুমি কর ঘ্যাঙর ঘ্যাঙ । এগুলো তিনি পাত্তা দিতেন না । তবে কবি মনে দুঃখ ছিল । তিনি পরজনম বলিয়া কোন জনম থাকিলে কবি না হয়ে কুকুর হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ।

তাহলে অন্তত শরৎ বাবুর মঠে যেখানে কুকুরদের খাবার সরবরাহ হত সেখানে খাবার মিলত ! এত ই দুৎখ কুকুর হবেন কিন্তু কবি হবেন না। তিনি আমাদের জাতীয় কবি । বড়র পীরিতি বালিরবাধ প্রমাণ করে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে কি পারিমান ভালবাসতেন শ্রদ্ধা করতেন। আমি ও রবিঠাকুরকে তার লেখাকে শ্রদ্ধা করি। আমার প্রিয় অভিনেতা ফরীদি ও ঠিক তেমনি কবি গুরুকে শ্রদ্ধা করতেন।

এদিকদিয়ে বলতে পারি নজরুল ফরীদি আর এই সামান্য আমি তিনজনই কবিগুরুর ফ্যান। কবিতাটি জাতীয় কবি নজরুল স্বরণের নিমিত্তে লেখা । তবে কবিতাটি আমি অভিনয়ের রাজা ফরীদিকেই উৎসর্গ করলাম । আজ আমার ও জন্মদিন। সকল সম্মানিত ব্লগারের কাছে আমার জন্য শুভকামনার অনুরোধ রইলো।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।