আমাদের কথা খুঁজে নিন

   

বকাটেঃনারীঃসুবিধাভোগীনারী-রেশমার আত্নহত্যা



গতকাল আর্ন্তজাতিক নারী দিবসেই বকাটেদের অত্যাচার সঃহ্য করতে না পেরে আত্নহত্যা করেছ রেশমা। গত কয়েক দিনে আমরা সিমি,তৃষা,ফাহিমা,পিংকিদের আত্নহত্যা করতে দেখেছি এই একই কারনে। বকাটেদের বিরুদ্ধে কি কোনই ব্যবস্থা নেয়া যাবেনা? একদিকে পৃথিবী শততম আর্ন্তজাতিক নারী দিবস পালন করছে,অন্যদিকে অধিকাংশ নারীই জানেনা যে নারী দিবস কি। আবার পৃথিবীর ঘরে ঘরে পথে পান্তরে নারী নির্যাতন চলছে। নারীদিবসে নারীদের জন্য বড় বড় আশ্বাস মিলে।

আর যা সুযোগ সুবিধা মিলে তা সব পায় সুবিধাভোগী নারীরায়। যারা সব কিছুতে পূর্ণ অধিকার ভোগ করছে তারায় নারী অধিকারের কথা বলে বারতি সুযোগ সুবিধা নিচ্ছে। প্রকৃতপক্ষে আপামর নারীগোষ্ঠী কিছুই পাচ্ছেনা। মহিলা সাংসদরা শুধু জিয়া বনাম বঙ্গবন্ধু খেলায় খেলেন। নারীদের জন্যে কিছুই করেন না।

তা যাই হোক নারীজাতির সমালোচনা করব না। বরং বকাটেদের হাত থেকে রেশমাদের বাঁচাতে আমার একটা প্রস্তাব আছে-সারাদেশের বকাটেদের নাম লিষ্ট করে,মহল্লায় মহল্লায় ঝুলিয়ে রেখে,তাদের কাছ থেকে মাসে ১০০০টাকা করে জরিমানা আদায় এবং তদের জন্য সারাদেশে ২৪ঘন্টা ১৪৪ধারা বলবৎ রাখা হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।