নিয়ন্ত্রণহীন বিপদের পিছু ছুটে চলা
ষোড়শীর রূপ লাবণ্যে মেঘ কেটে বর্ষা নামে
আর মুনির মনে আমাবশ্যা হামাগুড়ি দেয়।
পাত্র চাই! পাত্র! মহাবীর কো একজন।
অরুন, তেজে বলীয়ান, তাপদহে ওষ্ঠাগত পৃথিবী,
না, বরুন তাকে জয় করে আধারের চাদরে।
পবন কি কম? তছনছ করে সব প্রচন্ড দাপটে।
সেও তো অসহায় হিমালয়ের কাছে!
তাই ঠিক হল হিমালয়ই সেই কাঙ্খিত,
সেই হবে রূপসীর রূপের আধার।
যথা আজ্ঞা, তপবনে আনন্দের ঢেউ,
উৎসবে চারিদিক, দেবতাদের উল্লাস।
হঠাৎ সব ম্লান করে নতুন চিন্তার মালা,
মূষিক! মূষিক? সে কি না মহাবীর?
অসহায় হিমালয় চেয়ে দেখে অহর্নিশ
তার চলাফেরা এপ্রান্ত থেকে ও প্রান্ত
হা.. হা............!
তুমিও কি কন্যা আমার দহন কালের ক্ষত?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।