আমাদের কথা খুঁজে নিন

   

কোন এক অদৃশ্য টানে.....

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

কিসের টানে হোলদে পাতা নৃত্যে মাতে ঘাসে ; কিসের টানে পূব আকাশে আঁধার নেমে আসে ? কোন সে টানে আঁকড়ে থাকে বীজের সাথে মাটি ; কোন সে টানে পথ হারা মন খুঁজতে থাকে ঘাঁটি ? কিসের টানে নদী এমন বইতে থাকে ধীরে ; কিসের টানে স্বপ্ন আঁকে মানুষ মানুষ ঘিরে ? কোনসে টানে ঝরনা কেবল ছোটে সাগর পানে ; কোনসে টানে মায়ের আঁচল জড়ায় আলিঙ্গনে ? সেই কথাটি বলবো বলে --তোমার কাছে যাই ; অবঞ্জারি হাসি দিলে --"-আমার সময় নাই ।"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।