আমাদের কথা খুঁজে নিন

   

মনে রেখ আমায়

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

( উৎসর্গ : সৈয়দা লিপি আহমেদ কে ) আমি লোকালয় ছেড়ে লোকান্তরে চলে যাবো বহুদুরে হয়তো ব্যাথা লাগবে অনেকের অন্তরে যদি কোন মুহূর্তে তোমাদের ক্ষুদ্র উপকারে মনে পড়ে আমাকে স্মৃতি করে রেখ দিও অন্তরে আর যদি অপকার করি কারো চুপি চুপি ক্ষমে দিও আমারে জানি আপন কর্ম-ব্যাস্ততায় সবাই ভুলে যাবে আমায় তাই এই কবিতায় করে কিছু সময় ব্যায় লিখে রেখে গেলাম তোমাদের স্মৃতির পাতায় কখনো যদি মনের অগোচরে মনে পড়ে চরন ক'টা স্মৃতির ক্যানভাসে একেঁ দিও তুলির আছড় জল রঙের স্পর্শে আমাকে করে তুল জীবন্ত জীব। স্বপ্ন-পুরীর লাল নীল রং কখনো যদি উকি দেয় মনে দেখে নিও আমার মুখ আমি তোমাদেরই মাঝে রবো চিরকাল....... ......চিরটাকাল ভালোবেসে তোমাদের। লিখা : ০৫/১১/২০০৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।