বাংলা ব্লগ জগতের সকল ব্লগারবৃন্দ, বাংলা ব্লগের জগতে প্রথম আলো ব্লগ বেশ সাড়ম্বরেই আত্নপ্রকাশ করিয়াছিলো। মহান সৃষ্টিকর্তার অপার করুনায় এবং ব্লগারদের নিস্বার্থ ভালোবাসায় ব্লগটির হৃদস্পন্দন এখনও ধুক ধুক করিয়া চলিতেছে। একটা ব্লগ কতটা বাজে ভাবে পরিচালনা করা যাইতে পারে তাহার দৃষ্টান্ত স্থাপন করিয়াছে প্রথম আলো ব্লগ। প্রথম আলো কর্তৃপক্ষের নিকট ব্লগ একটি ডিজিটাল ফ্যান্টাসী আর ব্লগাররা সেই ফ্যান্টাসির পোষ মানা অদ্ভূত চিড়িয়া। কারন চিড়িয়া না হইলে তাহারা এখনও পোস্ট দেয়!!
ব্লগের মাধ্যমে বিশাল বাণিজ্য নাই।
'বদলে যাও, বদলে দাও' শ্লোগান দিলেই এইখানে বিনা বাক্য ব্যায়ে প্রশংসার ঢোল পাখোয়াজ বাজাইবার লোক নাই। এইখানে কর্পোরেট সংবাদপত্র প্রথম আলোর বিভিন্ন শুভ উদ্যোগের মলাটে প্রমোশনাল কাজ করিবার এবং হাত তালি বাজাইবার লোকের বড় অভাব। যৌক্তিক কারণেই প্রথম আলো কর্তৃপক্ষের নিকট তাহাদের(আমাদের নয়, আমরা ব্লগার মাত্র) ব্লগ নিয়া বিন্দুমাত্র মস্তিষ্ক প্রদাহ(মাথাব্যাথা) নাই। এই ধারনাটি আরো শক্ত হয় যখন প্রথম আলো সংবাদপত্রের ওয়েব সাইটটির সেবা ধারাবাহিকভাবেই অতি উন্নত হইতে উন্নততর হইতেছে। উল্লেখ্য, 'যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো' এবং এই ভালোর নমুনায় তাহাদের ব্লগটিও অর্ন্তভূক্ত।
প্রিয় ব্লগারবৃন্দ, এখন আমাদের বিকল্প ভাবনার সময় আসিয়াছে। আমরা যাহা লিখি বা ব্লগে পোস্ট করিয়া থাকি তাহা আমাদের মেধা এবং মনন দিয়াই সৃষ্টি করি। ব্লগাররা কাহারো ডিজিটাল ফ্যান্টাসির পোষা চিড়িয়া নহে। আমার দুইটি প্রস্তাবনা সকলের বরাবর উপস্থাপন করিলাম। আপনাদের প্রতিক্রিয়া জানান।
কারণ মুক্ত ব্লগে লিখিতে আসিয়া আমরা কাহারো নিকট দাসখত লিখিয়া দেই নাই।
প্রস্তাবনা দুইটি যথাক্রমে-
১. এই ব্লগে যাহারা লিখি তাহারা প্রতিকী প্রতিবাদ স্বরুপ একদিন এই ব্লগে লগইন করিয়া বসিয়া থাকিবো কিন্তু কোন লেখা পোস্ট করিবো না। কোন দিন প্রতিকী প্রতিবাদ করা হইবে তাহা সকলে মিলিয়া সিদ্ধান্ত নেয়া যাইতে পারে।
অথবা
২. আমাদের প্রতিটি লিখায়/পোস্টেই 'ছি: মডারেটর, ছি:প্রথম আলো ব্লগ কর্তৃপক্ষ' বাক্যটি প্রতিকী প্রতিবাদ হিসেবে সংযোজন করিবো। যতদিন ব্লগের বেহাল অবস্থা চলিবে ততদিন এই বাক্যটি সংযোজন করা অব্যাহত রাখিবো।
পুনশ্চ: যাহারা ব্লগে লিখালিখি/ ব্লগিং করেন তাহাদের অর্থাৎ ব্লগারদের স্বার্থ রক্ষায় একটি ব্লগার ফোরাম গঠন করার বিষয়টি ভাবিয়া দেখিবেন কি?
ছি: মডারেটর, ছি:প্রথম আলো ব্লগ কর্তৃপক্ষ
(আমি আজ হইতেই প্রতিকী প্রতিবাদ শুরু করিলাম)
সতত শুভ কামনা আপনার জন্য, সকলের জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।