আমাদের কথা খুঁজে নিন

   

********* কথা একটাই, নাহিয়ান বাঁচবেই ************

এই দেশ, এই প্রকৃতি ও খুব কাছের মানুষ ছেড়ে কোথাও মিলিয়ে যাবো একদিন, সে সব কথা ভাবতে খুব কষ্ট হয়। মানুষের কাছে, প্রকৃতির কাছে আমি ঋণী। সেসব ঋণ শোধ করা হবে না কোনদিনই। তবু যেতেই হবে। যেতে হয়।

আমার প্রতিদিনের ভাবনা এবং জীবনের কিছু কথা যাবার আগে বলে যেতে চাই. [img|http://cms.somewhereinblog.net/ciu/image/128052/small/?token_id=d4af76855ebc65628d77a5b376349203 খালেদ মুক্তাদির নাহিয়ান - ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র (ছবিতে)। বয়স মাত্র ২৩ , তার এখনো অনেক কিছু দেখার বাকি, করার বাকি। সদা প্রাণোজ্জল এই ছেলেটি আজ দূরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার হয়তো তাকে পরীক্ষা করে দেখছে, একা লড়ে যাচ্ছে সে। সে মানুষের প্রতিনিধিত্ব করে, একা কেন লড়বে? ছড়িয়ে দিন, আমরা আজ ১৬ কোটি মানুষ এক হব, নাহিয়ান একা লড়বে না, আমরাও লড়ব।

ক্যান্সার হার মানবেই। উচ্চতর চিকিৎসার জন্য প্রয়োজন ৮০ লক্ষ টাকা। নাহিয়ানের মধ্যবিত্ত পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা অসাধ্য হয়ে দাড়িয়েছে। একথাটুকু পড়তে পড়তে হয়ত আরেকটা ব্লাড সেল হয়তো ড্যামেজড হয়ে যাচ্ছে। আমাদের হাতে সময় খুব কম, যার যতটুকু সামার্থ আছে ততটুকু অর্থ সহযোগিতায় (বিকাশ, ব্যাংক একাউন্ট অথবা, ফোনে যোগাযোগ করে) তাকে বাচিয়ে তুলি।

আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আপনার চেষ্টা টা যোগ হলেই, এটি ইতিহাস হয়ে থাকবে। আসুন এগিয়ে আসুন নাহিয়ান এর জন্য, একজন মানুষকে বাঁচাতে সহমর্মী হোন, বাড়িয়ে দিন আপনাদের হাত নাহিয়ান এর জন্য...কথা একটাই, নাহিয়ান বাঁচবেই, ইনশাআল্লাহ... A/C name : Zakaria mohaimin (Nahian's elder brother) A/C number : 003412100005652 Southeast bank ltd (Kakrail branch) Dhaka SWIFT : SEBDBDDH bkash no : 01617757070 সোর্স - ভালবাসি তাই, স্বপ্ন দেখে যাই  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।