আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমার জন্মদিন: মায়ের ঘরে জন্ম আমার



মায়ের ঘরে জন্ম হয়, পিতার ঘরে নয় ঔরসের মান ভঞ্জনে চাঁদের লাগে পেট ঘরগুলো সব মতাদর্শ, মায়ের মতে চলি এইটা তত্ত্ব নয়, জন্ম আমার মায়ের বিজয় লালনের সাতঘরে আজ জন্ম আগামির গুরুর জন্য যাদের জনম, তাদের মাতা প্রথম গুরু কানটি মলি, মাতা বলেন, আমি অছিলা, তোমায় আজকে বলি তোমায় আমি পেটে ধরেছি, আমি ধারণক্রিয়া যেমন করে ফল ধরেছে গাছ মূলে-ডালে যে নিবিড়, মাটিমূলে নাভির মতো কী আশ্চর্য কারখানায় এক আমার প্রাণ প্রবাহের প্রতাপ । । আমার দোয়ায়, আমার অছিলায় যে সিলসিলায় পরম্পরায় বাঁধা অধিপতি তার কাছে হাজার নামাজ, হাজার আরতি_ তোমায় যেন গুরু নিয়ে যান _ কিন্তু কোথায় গুরুর অধিষ্ঠান !! তিনি থাকেন কোথায়, মনভেতরে, তা'হলে আর যাবো কোথায় মাগো তোমার আঁচল ধরে, সমুদ্রে যাই, জল যেথা নাই বস্তু ফকির, ভৌত-ভূতে, আমার দেহ কানায় কানায় পুর্ণ হলে তোমার দোয়ায়, গুরু চিনি বাক্য জপে, কি মতলবে , কোন বাহানায়_ দিলে ফানাহ, এমন পাপীর আছে কী ঠাঁই তোমার ঘরে, তোমার আঙ্গিনায় । । নিশ্চয়, ঘর মানে তো গেহ নয়, নিরাপদ আশ্রয় আজকে জনম যারা দিলো কী জঘন্য করপোরেট ।

। ওরা কবি কিনে, কবি বেচে, কবিরে দ্যায় ভেট । । মনভেতরে যাবো আজি, করপোরেট নিকুচি করি গুরু আমার একজনই যে, তিনি আমার দেহঘড়ি। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।