আমাদের কথা খুঁজে নিন

   

জী বাংলা মীরাক্কেল নিয়ে কিছু কথা

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)

যারা হাস্যরস পছন্দ করেন অথচ জি বাংলার মীরাক্কেল দেখেননি তারা বেশ দুর্ভাগাই বলতে হবে! এই মীরাক্কেলের উপস্থাপক মীর এখন ভারতবর্ষের সেরা এ্যাংকার (উপস্থাপক) একথা ভারতেরই অনেকে বলছেন। আমার নিজের মতও তাই। অনেক সময় প্রতিযোগীদের দুর্বল পারফরমেন্সের পরও শুধু তার উপস্থাপনার গুণে অনুষ্ঠানটি উতরে যায়। জনপ্রিয় রম্য লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় বলেছিলেন- ‘মীর তুমি হচ্ছ আমীর! ’ সত্যিই মীর আমীর! অনুষ্ঠান দেখলেই বুঝবেন এটা মোটেই বাড়িয়ে বলা হচ্ছে না! মীরের ঢাকা সম্পর্কিত একটা কেীতুক বলার লোভ সামলাতে পারছি না! মীর বলছে-- ‘জানো শ্রীলেখা ঢাকার ঐ মহিলাকে আমি খারাপ কোন কথা বলিনি! আমি তার প্রশংসাই করেছিলাম! তবুও তিনি আমাকে সজোরে একটা চড় মেরেছিলেন! আমি শুধু বলেছিলাম ‘আপনাদের ঢাকা জায়গাটা খুব সুন্দর!... যারা জোকটা বুঝেননি তারা অন্য কারো কাছ থেকে বুঝে নিয়েন! আমি বুঝিয়ে বলতে পারবো না! অত্যন্ত আনন্দের সংবাদ হচ্ছে মীরাক্কেল ৫ এ এখন বাংলাদেশের পাফরমাররাও পারফর্ম করছেন। এবং গতকাল ইয়াফি শশী প্রমুখরা অসাধারণ পারফর্ম করেছেন... এজন্য রসিক গ্রুপের পক্ষ থেকে তাদের অভিনন্দন। বিখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী জি বাংলাকে এই মর্মে ধন্যবাদ দিয়েছেন যে তারা ওপার বাংলার প্রতিযোগীদেরও পারফর্ম করার সুযোগ দিচ্ছেন এবং যাতে এটাই প্রমাণিত হয় ওপার বাংলায়ও ট্যালেন্ট কিছু কম নেই। এই যে বাংলাদেশের রসের এই কদর ভারতে হচ্ছে এজন্য রসিক গ্র“পের একজন হয়ে আমি আনন্দে গদগদ না হয়ে পারছি না! যারা এখনো অনুষ্ঠানটি দেখেননি তারা দেখতে পারেন প্রতি বৃহ শুক্র শনি বাংলাদেশ সময় রাত ১০ টায়! বাংলাদেশী প্রতিযোগীরা এখন মূল প্রতিযোগিতায়। আশা করি তারা কলকাতা জয় করেই ঘরে ফিরবে। সবার জন্য শুভকামনা রইল... ফুটনোট- জি বাংলা চ্যানেলের ট্যাগ লাইন হল ‘জীবন মানে জী বাংলা!’... -বাংলাদেশী চ্যানেল চালু করতে দিন তাহলেই বুঝবেন জীবন মানে কোন বাংলা!!! -----------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।