আমাদের কথা খুঁজে নিন

   

জগা বাবু খিচুরি রাইন্ধা আমার পাঠক কে খাওয়াইয়া কোথায় গেল?



জগা বাবু খিচুরি রাইন্ধা আমার পাঠক কে খাওয়াইয়া কোথায় গেল? পাঠক আজ আমায় বলতেছে জগারে খুঁজে নিয়া আসো। আমি তারে কোথায় খুঁজবো? যে জগা নিজেই হারাইয়া গেছে জগত সংসার থাইকা তারে খুজে লাভ কি? এই নিয়া আজ আমার পাঠকের সাথে ঝগড়া!!!!!!!!!! আমাকে শাস্তি স্বরুপ ''মন্ত্রী'' দের নিয়া লিখতে বলেছে। এখন আপনারাই বলুন আমি কি করবো? মন্ত্রীদের নিয়া কিছু লিখলে আমার পাউডার হইতে বেশি দেরী হবেনা এটা আমি জানি তাই বুদ্ধি করে ''যন্ত্রী'' নিয়া অনেক কিছু লিখলাম। যেমন "যন্ত্রী" ছাড়া গান বাজনা হয় না, গায়কদের কোন উপায় নাই ইত্যাদি ইত্যাদি................... ''পাঠক'' লেখা দেখে বল্লো ভাল হয়েছে!!!!!!!!!!!!! আমি বুঝতে পারলাম না, যে বিষয় লিখতে বলেছিল তা লিখি নাই ,তার পরেও বলছে লেখা ভাল হয়েছে!!!! ডালমে কুচ কালা লাগছে তাই আমি কইলাম আমিতো ''মন্ত্রীদের'' নিয়া কিছু লিখি নাই। তাহলে লেখা ভাল হয় কি করে? ''পাঠক" আমাকে বলছে দেখ বর্তমানে''মন্ত্রী'' আর ''যন্ত্রী'' একই কথা!!!!!!!!! আমি টাস্কি খাইয়া গেলাম!!!!!!!!! আইজ আমার "পাঠক''শুধু গান্জাই টানে নাই মনে হয় গান্জা গাছের শিকড় জ্বালাইয়া টানছে................ তাই বিশাল একশান হয়েছে "পাঠকের" মাথায়!!!!!!!!!! আমি ৩/৪ জন ''মন্ত্রির'' ভাল কাজের প্রশংসা করলাম আর এও বল্লাম এমন মন্ত্রী দরকার আছে দেশের জন্য ।

তাদের কাজ কর্মে দেশের গরীব মানুষ খুশ। "পাঠক" মানতেছে না আমি ব্যাখা চাইলাম কেন? সে বলছে ৩/৪ জনের ভাল কাজ বাকীদের কাজের কাছে ''চাপা'' পড়ে যায় তাই বাকীদেরও ভাল কাজ করতে হবে নয়তো সামনের ''ইলেকশানে'' কি হবে ??????????? আমি বল্লাম ''পাঠক'' বুঝতে পারছি আমাকে বংগোপসাগরে কোন দ্বীপে ভাগতে হবে। শালার ''পাঠক'' শালা নিজেও মরবো আমারেও মারবো!!!!!!! আমি আপনাদের বলছি এখন কি করবো?????????????????? জগা বাবুরে খুঁজতে আমি খেতা গায়ে বের হলাম। এছাড়া আমার আর কোন উপায় নাই। খিচুরি বানাইয়া পাঠককে খাওয়াইতে হবে।

সেটাতেই আমার শান্তি.........................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।