আমাদের কথা খুঁজে নিন

   

বকর হত্যাকান্ডের তদš রিপোর্ট মেনে নিতে পারছেনা তার সহপাঠী, রুমমেট এবং ছাত্র সংগঠনগুলো



বকর হত্যাকান্ডের তদš রিপোর্ট মেনে নিতে পারছে না তার সহপাঠী, রুমমেট এবং ক্যা¤ক্সাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। তারা মনে করছেন, বকর হত্যাকান্ডের তদš রিপোর্টটি একটি অস¤ক্সর্ন রিপোর্ট। এ রিপোর্ট দ্বারা বিচারকার্য স¤ক্সাদন করা সম্ভব নয়। পর্ববর্তী হত্যাকান্ডের তদš রিপোর্টের মতই এ রিপোর্ট ঢাকা পড়ে যাবে। বিচার হবে না আবু বকর হত্যাকারীদের।

তাদের এ অভিযোগের সঙ্গে সম্মতি জ্ঞাপন করেছেন তদš কমিটি। গত বুধবার প্রকাশিত তদš রিপোর্টে কমিটি ব্যালিস্টিক বিশেষজ্ঞ দ্বারা পরীা নিরীা করে বকর হত্যাকান্ডের মল রহস্য উদঘাটন করার পরামর্শ দিয়েছেন। কিন্তু এখন পর্যš কোন ব্যালিস্টিক বিশেষজ্ঞ নিয়োগ করা হয় নাই। আবার এ হত্যাকান্ডের সঙ্গে যারা জড়িত বলে তদš রিপোর্টে বলা হয়েছে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার না করে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনা ও রিপোর্ট প্রশ্নবিদ্ধ করে রেখেছে বলে ছাত্র সংগঠনগুলো মনে করেন।

বকর কি দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেছেন অনুন্ধানের মাধ্যমে তা বের করতে পারেনি তদš কমিটি। নাম প্রকাশে অনিচ্ছুক বকরের এক সহপাঠী বলেন, আমরা মনে করেছিলাম তদš রিপোর্টে বকর হত্যাকান্ডের মল রহস্য উঠে আসবে। কিন্তু রিপোর্ট প্রকাশ করার পর আমরা রীতিমত হতাশ হয়েছি। তিনি বলেন বকরের রুমমেটরা বলেন, তদš কমিটির কাছে আমরা সবকিছু খুলে বলেছি। তারপরেও রিপোর্টে কাউকেই দোষী করা হয় নাই।

এ রিপোর্ট দেখে আমরা হতবাক । যেভাবে হোক বকরের হত্যাকারীদের বিচার আমরা চাই। এদিকে রিপোর্টের উপর ুব্ধ হয়ে ক্যা¤ক্সাসে ছাত্র সংগঠনগুলো তৎপর হয়ে ওঠেছে। গতকাল ক্যা¤ক্সাসে বিােভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র ফেডারেশন। ছাত্র ফেডারেশন দাবি করেন, বকর হত্যাকান্ডের মল হোতাদেরকে আড়াল করে রাখা হয়েছে।

তারা বলেন রিপোর্টে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স¤ক্সর্কে কোন প্রকার কথা বলেন নাই । অথচ প্রক্টর পুলিশকে দিয়ে এফ রহমান হলের মতো ছোট একটি হলে ৩৬ রাউন্ড টিয়ারশেল নিপে করিয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।