আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামহীন-১ এবং আমরা বাংলাদেশীরা!!

ভিন্ন মতাদর্শ নিয়ে আর যাই হউক এই দেশের কাঠালপাতা খাদকদের কিছু বুঝানোর চেষ্টা করা ভুলেও উচিত নাহ!!! ঘটনা ১ঃ “মেয়েটির নাম প্রিয়াঙ্কা। লম্বায় ৫.৪ কিবা ৫.৫ হবে। খুবই মেধাবী। বাসায় ষাটঊর্ধ্ব অবসরপ্রাপ্ত চাকুরিজীবী বাবা আছেন, তিনি অসুস্থ। ৩ বছর হয় প্যারালাইসড হয়ে বিছানাই তার একমাত্র সঙ্গী।

পেনশনের কিছু টাকা দিয়েই এতোদিন সংসার চলে গেছে, কিন্তু বাবার চিকিৎসার জন্য দরকার টাকা। এর জন্য প্রিয়াঙ্কাই একমাত্র ভরসা। সে অনেক জায়গায় ধরনা দেয়, ইন্টারভিউ দেয়। কিন্তু তার চাকরি হয়না। সে মেধাবী হলে কি হবে? তার মুখের রঙ কালো চিকচিকে।

তাই কেউ তাকে চাকরি দেয়না। ভাইভা বোর্ডে তাকে চরম অপমান করে বের করে দেয়া হয়। বাসায় এসে সে আয়নার সামনে দাঁড়িয়ে অনেক কান্না করে। একদিন তার মা তাকে রঙ ফর্সাকারী ফেয়ার এন্ড লাভ্লি দেয়, মাত্র ৪ সপ্তাহ পরে প্রিয়াঙ্কার রঙ এমন ফর্সা হয় যে এক লাফে সে বিমান বালা হয়ে যায়। তাদের সংসারের অভাব সে তুরি মেরে উড়িয়ে দেয়।

বাপও খুশি মাও খুশি। আহা...” ঘটনা ২ঃ “ছেলেটির নাম অদিত। বয়স ১১, ক্লাস ৫ এ পড়ে। অদিতের বাবা অদিতকে স্কুলে দিয়ে আসতে পারেন না কারণ সকাল ৮ টার মধ্যেই তাকে অফিসের দিকে রওনা দিতে হয়। তাছাড়া অদিতের একটা ছোট বোন হওয়ার কারণে অদিতের মা আর অদিতকে স্কুলে নিয়ে যেতে পারেন না।

তাই সাইকেলই অদিতের ভারসা। তো একদিন অদিত স্কুলে যাওয়ার সময় জ্যামে পড়লো। অদিত সাইকেলে বসে আছে, এমন সময় দামি গাড়িতে বসা এক ভদ্র লোক অদিতকে দেখে টিটকারী মেড়লো। কারণ? কারণ অদিতের গায়ের স্কুল শার্ট ছিল ময়লা। অদিতও ২ টাকার সার্ফ এক্সেলের জাদুতে তার ময়লা শার্ট পরিস্কার করে ফেলল।

এখন একসাথে সবাই বলেন আহা...” এই দুইটা ঘটনাই টিভি এড থেকে নেয়া, তথাকথিত আমাদের বন্ধু প্রতিম দ্যাশ ভারতের কিছু মানুষ (!!!) এই টাইপ এড বানিয়েছেন। তাদের মেন্টালিটি কতটা Cheap হলে তারা এই রকম কনসেপ্ট নিয়ে এড বানায়!!!!!!! আর বানাবেই না কেন, একটা প্রবাদ প্রচলিত আছে না? অপারের দাদাদের বাড়িতে বেড়াতে গেলে নাকি তারা আগেই প্রশ্ন করে উঠে “কি গো দাদা খেয়ে আসেছেন নাকি গিয়ে খাবেন!!!” আর আমি ভারত বিদ্বেষী, ডু ইয়ু হেভ অ্যানি প্রবলেম????? ভারতীয় সংস্কৃতি তথা হিন্দি মুভি, গান বাজনা থেকে শুরু করে ভারতীয় পণ্য আমি ঘৃণা করি। থুতু দেই!!! আমার ফেবু লিস্টের কোন আবুল হিন্দিতে স্ট্যাটাস দিলে তাদের আমি আন-সাবস্ক্রাইব/আনফলো করে রাখি। উৎপাত বেশি হলে ফ্রেন্ড লিস্ট থেকে রিমুভ করে দেই। আমাদের নিজেদের সংস্কৃতি ধ্বংস করার আগেই আমাদের সাবধান হতে হবে।

কারণ ভারতের মতো বেঈমান দেশ পৃথিবীতে আর একটাও নাই। ভারত এমনই একটা দেশ যে দেশে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ হলেও বাংলাদেশ থেকে কোন হিন্দু ভারতে গেলে ভারতীয়রা উপহাসের চোখে দেখে। তাদের একটাই কথা তুমি বাংলাদেশি!!! Whatta Shame!!! সীমান্তে যারা পাখির মতো গুলি করে আমার দেশের মানুষ মারে, বি.ডি.আর. বিদ্রোহের আড়ালে যারা তাদের গুয়েন্দা সংস্থা দিয়ে আমাদের দেশের সেনাবাহিনীর ১৫০+ অফিসারকে হত্যা করে, ফারাক্কা বাধ টিপাইমুখে বাধ দিয়ে যে দেশ আমাদের ন্যায্য পানির দাবী না মিটিয়ে এই দেশকে মরুভূমি বানাতে চায়, যারা আমাদের সুন্দরবন ধ্বংস করে, যে দেশ আমাদের দেশে হাজার হাজার কোটি টাকার হেরোইন পাঠিয়ে ,বাংলাদেশের সীমান্তের কাছে দেশ ১৪ টিরও বেশি ফেন্সিডিলের কারখানা দেয় শুধুমাত্র এদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য সে দেশ আর যাই হওক কখনও কারও বন্ধু হতে পারে না। এজন্যই লোকে বলে “ভারতের মতো বন্ধুপ্রতিম দেশ থাকলে সে দেশের শত্রুর দরকার হয়না। ” বন্ধু নামের কালনাগিনী সাপের ছোবল থেকে বাঁচতে হলে এখনি এদের সঙ্গ ত্যাগ করে হবে।

কারণ সময়ের এক ফোঁড় আর অসময়ের দশ ফোঁড়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।