বিশ্বে প্রথমবারের মতো দস্তাসমৃদ্ধ উচ্চফলনশীল ও স্বল্পমেয়াদী আমন ধানের নতুন জাত ব্রি-৬২ উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীরা। সোমবার কৃষি মন্ত্রণালয়ে জাতীয় বীজ বোর্ড সভা থেকে এ জাতসহ ব্রি উদ্ভাবিত আরো ৩টি নতুন অবমুক্তির ঘোষণা দেওয়া হয়। দস্তাসমৃদ্ধ এ ধরনের আমন বীজ বাংলাদেশেই প্রথম বাজারে আসছে। ব্রি-৬২ জাতের এই ধান জিএম ধান নয়। দেশীয় ধানের সঙ্গে পরাগায়নের মাধ্যমে এ জাত উদ্ভাবন করা হয়েছে।
এ ধানের প্রতি কেজি চালে ১৯ মিলিগ্রাম দস্তা (জিংক) এবং ৯ শতাংশ প্রোটিন থাকবে, যা পুষ্টিগুণ নিশ্চিত করবে এবং রোগ প্রতিরোধে সহায়তা করবে। ব্রি-৬২ ফলন দেবে ১০৫ দিনে। আমন মৌসুমের ধান জাতগুলোর মধ্যে এ জাতের ধান উৎপাদনেই সময় লাগবে সবচেয়ে কম। প্রতি হেক্টরে উৎপাদন হবে চার দশমিক দুই মেট্রিক টন ধান। এর চাল হবে মাঝারি আকারের।
আগামী আমন মৌসুম থেকে এ ধান কৃষক পর্যায়ে সরবরাহ করা হবে। - ব্রি'র বিজ্ঞানীদেরকে অভিনন্দন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।