আমাদের কথা খুঁজে নিন

   

মৌসুমি ভৌমিকের গান (আমার জীবনের প্রতিচ্ছবি)

আমি বাংলাদেশের দালাল

আমার কিছু কথা ছিলো, তোমায় বলার কেবল তোমায় । যেই না আমি ঠোঁট নেড়েছি , সেই কথাটা তলিয়ে গেলো, এই সময়ের শক্ত তলায়, কিছুই তো আর যায় না শোনা, কার কথা কে বুঝবে বলো? বুঝতে হলে কথার মানে, চেনা পথের বাইরে চলো। এখন নাকি শব্দগুলো এক মুহুর্তে সাগর পেড়োয়, এখন নাকি যন্ত্রগুলো এ পার থেকে আমার কথা তোমার কাছে পৌছে দেয় তবু কিছু যায় না বলা, শব্দ খেলায় কেবল ফাঁকি কথার পিঠে কথা সাজাই, আমরা এখন একলা থাকি......................।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।