আমাদের কথা খুঁজে নিন

   

শেখ মুজিবুর রহমানের তৎকালীন বিভিন্ন দফা দাবীতে বাংলাদেশের স্বাধীনতার কোন কথা ছিল না কেন ???

ভালো মানুষ হতে চাই

বর্তমানে সর্বত্রই স্বাধীনতার ঘোষণা নিয়ে যখন চরম বিতর্ক আর কামড়াকামড়ি চলছে, তখন আমার এ লেখা কি রকম পরিস্থিতির জন্ম দেবে তা কিছুটা অনুমেয়। তবুও আমি জানতে চাই, জানাতে চাই। আমার হয়ত জানার বা পড়ার গন্ডীর সল্পতা থাকতে পারে, তবুও বলি আমি যতদুর জানি, তৎকালীন উত্তাল বাংলার প্রধান নেতা ছিলেন মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান। তিনি সবার সামনে থেকে জাতীকে নেতৃত্ব দেন। জাতীর বিভিন্ন দাবী তৎকালীন সরকারের কাছে তুলে ধরেন।

এর পরিপ্রেক্ষিতে একসময় বাংলাদেশ স্বাধীনতা লাভ করেন। তবে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান কখনো বাংলাদেশকে স্বাধীনতা প্রদানের জন্য কখনো কোন দাবী তৎকালীন সরকারের কাছে তুলে ধরেননি। তাহলে কি তিনি চান নি বাংলাদেশ স্বাধীন হোক। তার দাবীগুলো যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন, তিনি ক্ষমতা চেয়েছেন। তার দাবী ছিল নির্বাচিত জনপ্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্থান্তর করতে হবে।

তিনিও সে সময় নির্বাচিত জন প্রতিনিধি ছিলেন। আপনি যদি ভিন্ন মত পোষণ করেন তবে আপনার মতের পক্ষে গঠনমূলক তথ্যসহ লিখতে পারেন। প্লিজ, অন্যথায় লিখবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।