পদত্যাগের হুমকি দিলেন স্পিকার।
গায়ে তেল মেখে আন্ডারওয়ার পড়েও সেখানে চলে যেতে পারেন।
সংসদে সরকারি-বেসরকারি সদস্যদের বিশৃঙ্খল আচরণ চলতে থাকলে পদত্যাগ করার হুমকি দিয়েছেন স্পিকার আব্দুল হামিদ। তিনি, সংসদ সদস্যদের সতর্ক করে দিয়ে বলেন, "আমি সরকারি ও বিরোধী দলের ভোটে নির্বাচিত। আমি আমার মতো করে সংসদ চালাবো।
আপনারা যদি মনে করেন আমার থাকার দরকার নেই, আই অ্যাম রেডি টু গো। "
তিনি সংসদ সদস্যদের তিরস্কারও করেন। সংসদের পরিবেশ ও মান-মর্যাদা রক্ষা এবং জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে সংসদ সদস্যদের আরো সচেতন হতে বলেন তিনি।
"অসংসদীয় ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করলে মাইক বন্ধ হয়ে যাবে," বলেন স্পিকার। তিনি বলেন, "ফাইটিং বা রেসলিং করতে চাইলে পল্টনে চলে যান।
সংসদের বাইরেও মাঠ আছে। গায়ে তেল মেখে আন্ডারওয়ার পড়েও সেখানে চলে যেতে পারেন। "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।