আমাদের কথা খুঁজে নিন

   

এই লেখাটা মাইনাসের , শুধুই মাইনাস

আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার

আইচ্ছা বলেন তো দেখি এইটা দেশে কি শুরু হইসে । একবার এর নাম বদলাইতেসে , তো আরেকবার ওর নাম বদলাইতেসে ... কোটী কোটী টাকা খরচ করতেসে । শুনলাম ১২০০ কোটী টাকা নাকি খরচ হচ্ছে বিমানবন্দরের নাম বদলাতে , কি আজীব চীজ রাজনীতিবিদরা আমাদের সংসদ কোণ কাজে লাগছে কিনা জানিনা , কিন্তু জানি সংসদ চালাতে প্রতি মিনিটে খরচ হচ্ছে ২০০০০ টাকা ! সংসদের সাংসদদের মুখের ভাষা শুনলে মনে হয় কোণ চামার বাড়ী থেকে ঊঠে আসা লোক , কি ধরনের শব্দ ব্যবহার করেন তারা ... আমাদের টাকা গালিগালাজ করে , আনন্দ করে , নাম বদলিয়ে অযথা অপচয় করা হচ্ছে আর সত্যি বলতে গেলে আমরা কিছুই করতে পারছি না এই লেখাটা কষ্টের , এই লেখাটা মাইনাসের , কোন কমেন্ট না , শুধু মাইনাস - দেশের নির্বাচিত গর্ধবদের মাইনাস প্লীজ কেউ প্লাস দিবেন না , প্লীজ ...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।