"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
তোর ভাবনায়
মনের কথা কইলিনা তুই
বুঝলিনা তুই কষ্ট আমার
তোকে নিয়ে ভাবনা আমার
স্বপ্ন দেখি ঘর বাঁধার।
তোর বিরহে জ্বলতে থাকি
পুড়তে থাকি দিনেরাতে,
অবুঝ এই মনটা আমার
ঠাঁই পেতে চায় তোরই হাতে।
শীতের কাঁথায় শীত খুঁজিনা
তুই যে আমার মনের শীত,
ফাগুনদিনে কোকিল হয়ে
শুনিয়ে যাস প্রাণের গীত।
শ্রাবণ রাতের বৃষ্টি যে তুই
ছন্দ তুলিস আমার মনে,
তোকে পাবার স্বপ্ন নিয়ে
চোখ যে ঘুমের জাল বোনে।
যা ভুলে যা মান অভিমান
আর কেন তুই থাকিস দূরে,
আয় দেখে যা তোর ছবিটা
রেখেছি এই বুকটা জুড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।